শিরোনাম:
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২০৭
- আপডেট: ০৮:১৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / ১৮০১১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ২০৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার পুলিশ সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্স জানায়,গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টমূলে ৭৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে অভিযানে অন্যান্য অপরাধে আরও ৪৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এছাড়াও অভিযানে একটি বিদেশি পিস্তল,৩টি দেশীয় তৈরি এলজি,৪ রাউন্ড গুলি,৩টি ককটেল,একটি ম্যাগাজিন,৫টি রামদা,একটি চাপাতি,৭ রাউন্ড কার্তুজ, একটি পাইপগান ও একটি দেশীয় তৈরি একনলা এলজিসহ বিভিন্ন ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর।





















