চকবাজারে আবাসিক ভবনে আগুন
- আপডেট: ০৫:৪৯:০২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / ১৮০১৮
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকার একটি আবাসিক ভবনের ৩য় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে এবং সাহায্যের জন্য আরও ৩ টি ইউনিট রওনা করেছে।
সোমবার (০১ডিসেম্বর) ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
আনোয়ারুল ইসলাম বলেন,রাজধানীর চকবাজার এলাকার রহমতগঞ্জ,ডালপট্টি এলাকার তিন তলা বাসা বাড়ির ৩য় তলায় আগুনের ঘটনা ঘটেছে।
তিনি বলেন,আমরা ৪টা ৪২ মিনিটে আগুনের সংবাদ পায়। পরে ৪টা ৪৮ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে লালবাগ ফায়ার স্টেশনের ৪টি ইউনিট কাজ করছে বলেও জানান তিনি। এছাড়াও সাহায্যের জন্য আরও ৩ টি ইউনিট রওনা করেছে বলেও জানান তিনি।
আগুনে এখনো কোন হতাহতের খবর নেই বলেও জানান তিনি।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।





















