০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

বিডিআর হত্যাকাণ্ডে নাম,আইজিপি প্রত্যাহার ইস্যুতে নীরব স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট: ০৬:০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • / ১৮০১৩

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে ‘আন্তর্জাতিক ভলান্টিয়ার–২০২৫’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্বেচ্ছাসেবীদের প্রশংসায় দীর্ঘ বক্তব্য দিলেও, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) প্রত্যাহার ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নে নীরব থাকেন।

শুক্রবার(০৫ ডিসেম্বর) সকালে অনুষ্ঠান শেষে সাংবাদিকরা আইজিপিকে সরিয়ে দেওয়ার দাবিতে পাঠানো লিগ্যাল নোটিশ নিয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো মন্তব্য না করে বিষয়টি এড়িয়ে যান।

পিলখানা হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে বর্তমান আইজিপি বাহারুল আলমের নাম উঠে আসা এবং তাকে সরানোর দাবিতে আইনজীবীদের নোটিশ পাঠানো—উভয় বিষয় নিয়েই আলোচনা-সমালোচনা চলছে। কমিশনের প্রতিবেদনে আইজিপির বিরুদ্ধে গুরুতর মন্তব্য এসেছে। ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডের সময় বাহারুল আলম ছিলেন এসবি প্রধান। গতবছর আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০ নভেম্বর তাকে চুক্তিভিত্তিক আইজিপি করা হয়।

অস্ত্র উদ্ধারে ‘সরকারের ব্যর্থতা আছে কি না’ জানতে চাইলে জাহাঙ্গীর আলম স্পষ্ট করে বলেন, ‘এখানে সরকারের কোনো ব্যর্থতা নাই। উদ্ধার হচ্ছে, উদ্ধার হতে থাকবে।’ কিন্তু আইজিপিকে সরানো প্রসঙ্গে প্রশ্ন উঠতেই তিনি কোনো প্রতিক্রিয়া দেননি।

অনুষ্ঠানে মূল বক্তব্যে তিনি বলেন,ভলান্টিয়াররা আজ সত্যিকারের জনগণের বন্ধু হয়ে উঠেছে। দেশের ৫৫ হাজারের বেশি স্বেচ্ছাসেবীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যা দুর্যোগ মোকাবেলায় বড় শক্তি।

তিনি আরও বলেন,ভূমিকম্প–অগ্নিদুর্যোগে স্বেচ্ছাসেবকরা ফায়ার সার্ভিসের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন—এটা দেশের জন্য আশাব্যঞ্জক।

পুলিশ কমিশন অধ্যাদেশ নিয়ে প্রশ্নে জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রত্যেক আইনই জনগণের জন্য। জনগণের সুবিধা নিশ্চিত করতেই এই আইন করা হয়েছে।’

অনুষ্ঠানে ২২ জন প্রশিক্ষিত ভলান্টিয়ারকে সম্মাননা দেওয়া হয়। অতিথিকে ‘গেস্ট অব অনার’ সম্মানও প্রদান করেন স্বেচ্ছাসেবীরা।

অনুষ্ঠানের শেষে জাহাঙ্গীর আলম বলেন,’দেশের মানুষের জন্য যে সেবা আপনারা দিচ্ছেন, তা জাতি চিরদিন মনে রাখবে। এই সেবার প্রতিদান পরকালেও পাবেন।’

এদিকে বৃহস্পতিবার(০৪ ডিসেম্বর) বিকালে আইজিপি বাহারুল আলমকে অপসারণ ও তার বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে ‘শহীদ পিন্টু স্মৃতি সংসদ’ নামের একটি সংগঠন। এদিন তারা বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের সামনে জড়ো হয়। পড়ে তারা স্মারকলিপি দেয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জাহেদ কামাল প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

বিডিআর হত্যাকাণ্ডে নাম,আইজিপি প্রত্যাহার ইস্যুতে নীরব স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট: ০৬:০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে ‘আন্তর্জাতিক ভলান্টিয়ার–২০২৫’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্বেচ্ছাসেবীদের প্রশংসায় দীর্ঘ বক্তব্য দিলেও, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) প্রত্যাহার ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নে নীরব থাকেন।

শুক্রবার(০৫ ডিসেম্বর) সকালে অনুষ্ঠান শেষে সাংবাদিকরা আইজিপিকে সরিয়ে দেওয়ার দাবিতে পাঠানো লিগ্যাল নোটিশ নিয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো মন্তব্য না করে বিষয়টি এড়িয়ে যান।

পিলখানা হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে বর্তমান আইজিপি বাহারুল আলমের নাম উঠে আসা এবং তাকে সরানোর দাবিতে আইনজীবীদের নোটিশ পাঠানো—উভয় বিষয় নিয়েই আলোচনা-সমালোচনা চলছে। কমিশনের প্রতিবেদনে আইজিপির বিরুদ্ধে গুরুতর মন্তব্য এসেছে। ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডের সময় বাহারুল আলম ছিলেন এসবি প্রধান। গতবছর আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০ নভেম্বর তাকে চুক্তিভিত্তিক আইজিপি করা হয়।

অস্ত্র উদ্ধারে ‘সরকারের ব্যর্থতা আছে কি না’ জানতে চাইলে জাহাঙ্গীর আলম স্পষ্ট করে বলেন, ‘এখানে সরকারের কোনো ব্যর্থতা নাই। উদ্ধার হচ্ছে, উদ্ধার হতে থাকবে।’ কিন্তু আইজিপিকে সরানো প্রসঙ্গে প্রশ্ন উঠতেই তিনি কোনো প্রতিক্রিয়া দেননি।

অনুষ্ঠানে মূল বক্তব্যে তিনি বলেন,ভলান্টিয়াররা আজ সত্যিকারের জনগণের বন্ধু হয়ে উঠেছে। দেশের ৫৫ হাজারের বেশি স্বেচ্ছাসেবীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যা দুর্যোগ মোকাবেলায় বড় শক্তি।

তিনি আরও বলেন,ভূমিকম্প–অগ্নিদুর্যোগে স্বেচ্ছাসেবকরা ফায়ার সার্ভিসের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন—এটা দেশের জন্য আশাব্যঞ্জক।

পুলিশ কমিশন অধ্যাদেশ নিয়ে প্রশ্নে জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রত্যেক আইনই জনগণের জন্য। জনগণের সুবিধা নিশ্চিত করতেই এই আইন করা হয়েছে।’

অনুষ্ঠানে ২২ জন প্রশিক্ষিত ভলান্টিয়ারকে সম্মাননা দেওয়া হয়। অতিথিকে ‘গেস্ট অব অনার’ সম্মানও প্রদান করেন স্বেচ্ছাসেবীরা।

অনুষ্ঠানের শেষে জাহাঙ্গীর আলম বলেন,’দেশের মানুষের জন্য যে সেবা আপনারা দিচ্ছেন, তা জাতি চিরদিন মনে রাখবে। এই সেবার প্রতিদান পরকালেও পাবেন।’

এদিকে বৃহস্পতিবার(০৪ ডিসেম্বর) বিকালে আইজিপি বাহারুল আলমকে অপসারণ ও তার বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে ‘শহীদ পিন্টু স্মৃতি সংসদ’ নামের একটি সংগঠন। এদিন তারা বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের সামনে জড়ো হয়। পড়ে তারা স্মারকলিপি দেয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জাহেদ কামাল প্রমুখ।