০৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

তিন দাবিতে মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি ভবন ঘেরাও, যান চলাচল বন্ধ

  • আপডেট: ০১:২৮:১০ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • / ১৮০১৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

দেশের বিভিন্ন স্থান থেকে আগারগাঁওয়ে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির উদ্যোগে রবিবার(৭ ডিসেম্বর) সকাল ১০টায় মোবাইল ব্যবসায়ীরা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সামনে ঘেরাও কর্মসূচি পালন করেছেন। তাদের উপস্থিতির কারণে সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ব্যবসায়ীদের প্রধান তিনটি দাবি হলো— ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থার সংস্কার, মোবাইল ফোন বাজারে সিন্ডিকেট প্রথা বাতিল এবং বৈধভাবে মোবাইল আমদানির সুযোগ উন্মুক্ত করা।

কমিউনিটির সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস বলেন, “আমরা বহুবার সরকারের কাছে আলোচনার আবেদন করেছি, কিন্তু কোনো পক্ষ আমাদের ডাকা হয়নি। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব ছিল। এখন পরিস্থিতি এমন হয়েছে যে, সারা দেশের খুচরা ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।”

ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, নতুন এনইআইআর নিয়ম বাস্তবায়িত হলে বিশেষ একটি গোষ্ঠী লাভবান হবে এবং লাখ লাখ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন। এছাড়া বাড়তি করের কারণে গ্রাহকদের মোবাইল ফোনের দাম বাড়বে।

সরকার জানিয়েছে, ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর কার্যক্রম শুরু হবে। বৈধভাবে মোবাইল আমদানিতে শুল্কহার কমানো এবং প্রবাসীদের আনা ফোনে বিশেষ সুবিধা প্রদানের কথাও বলা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, এনইআইআরের মাধ্যমে দেশে ব্যবহৃত প্রতিটি মোবাইল ফোন নিবন্ধনের আওতায় আসবে এবং অবৈধভাবে আনা ফোন নেটওয়ার্কে ব্যবহার করা যাবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

তিন দাবিতে মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি ভবন ঘেরাও, যান চলাচল বন্ধ

আপডেট: ০১:২৮:১০ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

দেশের বিভিন্ন স্থান থেকে আগারগাঁওয়ে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির উদ্যোগে রবিবার(৭ ডিসেম্বর) সকাল ১০টায় মোবাইল ব্যবসায়ীরা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সামনে ঘেরাও কর্মসূচি পালন করেছেন। তাদের উপস্থিতির কারণে সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ব্যবসায়ীদের প্রধান তিনটি দাবি হলো— ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থার সংস্কার, মোবাইল ফোন বাজারে সিন্ডিকেট প্রথা বাতিল এবং বৈধভাবে মোবাইল আমদানির সুযোগ উন্মুক্ত করা।

কমিউনিটির সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস বলেন, “আমরা বহুবার সরকারের কাছে আলোচনার আবেদন করেছি, কিন্তু কোনো পক্ষ আমাদের ডাকা হয়নি। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব ছিল। এখন পরিস্থিতি এমন হয়েছে যে, সারা দেশের খুচরা ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।”

ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, নতুন এনইআইআর নিয়ম বাস্তবায়িত হলে বিশেষ একটি গোষ্ঠী লাভবান হবে এবং লাখ লাখ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন। এছাড়া বাড়তি করের কারণে গ্রাহকদের মোবাইল ফোনের দাম বাড়বে।

সরকার জানিয়েছে, ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর কার্যক্রম শুরু হবে। বৈধভাবে মোবাইল আমদানিতে শুল্কহার কমানো এবং প্রবাসীদের আনা ফোনে বিশেষ সুবিধা প্রদানের কথাও বলা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, এনইআইআরের মাধ্যমে দেশে ব্যবহৃত প্রতিটি মোবাইল ফোন নিবন্ধনের আওতায় আসবে এবং অবৈধভাবে আনা ফোন নেটওয়ার্কে ব্যবহার করা যাবে না।