আইজিপিকে গ্রেফতারের দাবিতে শাহবাগ অবরোধ,যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি পিন্টু পরিষদের
- আপডেট: ০৪:৪২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / ১৮০১৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে বরখাস্ত এবং শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছে শহীদ পিন্টু স্মৃতি সংসদ।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকাল তিনটার দিকে সড়ক অবরোধ করা হয়। শহীদ পিন্টু স্মৃতি পরিষদের আয়োজনে এই কর্মসূচিতে ওয়ারী,গেন্ডারিয়া,পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকার সহস্রাধিক মানুষ সেখানে জড়ো হয়। এতে করে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন,বর্তমানে শাহবাগ ব্লকড। পিন্টু সাহেবের হত্যার বিচারের দাবিতে পিন্টু স্মৃতি সংসদের ব্যানারে লোকজন শাহবাগ অবরোধ করে আন্দোলন করছে। আপাতত যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।
এদিকে অবরোধ কর্মসূচিতে বক্তব্যকালে তৎকালীন এসবি প্রধান ও বর্তমান পুলিশ প্রধান (আইজিপি) বাহারুল আলমকে ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ ও গ্রেফতারের দাবী জানান শহীদ পিন্টু স্মৃতি পরিষদের সভাপতি ফরহাদ আহমেদ ডলার। অন্যথায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তিনি।
উল্লেখ্য,বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনে বর্তমান আইজিপির নাম আসার পর থেকে এই পুলিশ কর্মকর্তাকে অপসারণ,গ্রেফতার ও বিচার নিশ্চিতের দাবীতে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে যাচ্ছে শহীদ পিন্টু স্মৃতি সংসদ। একই দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপিও দিয়েছেন তারা।





















