এমপির সামনে ছাত্রলীগ পেটানো সেই মহরম আলী এবার মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার
- আপডেট: ০৬:৪৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / ১৮০১৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
২০২২ সালে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বরগুনায় ছাত্রলীগ নেতাকর্মীকে বেধড়ক পিটিয়ে আলোচনায় আসেন তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী। ওই ঘটনার পর পুলিশ সদরদপ্তর মহরম আলীকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অ্যান্টি টেরোরিজম ইউনিটে (এটিইউ) বদলি করা হয়।
মঙ্গলবার(৯ ডিসেম্বর) পুলিশ সদরদপ্তরের এক প্রজ্ঞাপনে মহরম আলীকে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
বরগুনায় ছাত্রলীগ পেটানোর ঘটনা:
২০২২ সালের ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বরগুনা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানের সংঘটিত হয় আলোচিত সেই ঘটনা। সেসময় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সেদিন শিল্পকলা একাডেমির তৃতীয় তলা থেকে কে বা কারা ইটপাটকেল ছুড়ে মারলে পুলিশের গাড়ির গ্লাস ভেঙে যায়। এর পরপরই তখন দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীর নেতৃত্বে একদল পুলিশ শিল্পকলা একাডেমিতে ঢুকে নবগঠিত জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর মারধর করেন। ঘটনার সময় শিল্পকলা একাডেমিতে উপস্থিত ছিলেন বরগুনা-২ আসনের তৎকালীন সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে সেসময় ব্যালক ভাইরাল হয়। পরবর্তীতে মহরম আলীসহ ১২ পুলিশ সদস্যকে ক্লোজ করে বরিশাল রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়।
মহরম আলী ৩০তম বিসিএসে উত্তীর্ণ হয়ে পুলিশ বাহিনীতে যোগ দেন এবং ২০২০ সালের ১৫ জানুয়ারি বরগুনায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
বিভিন্ন সূত্রে জানা যায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তিনি সক্রিয় ছাত্রদল রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বরগুনায় দায়িত্ব পালনকালেও আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর প্রায়ই ‘চড়াও’ হতে দেখা যায় তাকে।
এছাড়া ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও দলীয় নৌকা প্রতীকের প্রার্থীদের পরাজিত করতে তিনি পুলিশ সদস্যদের নির্দেশনা দিয়েছিলেন বলে তখন স্থানীয় আওয়ামী লীগের একাংশ অভিযোগ এনেছিলো।





















