গৃহকর্মী নিয়োগের আগে পরিচয় নিশ্চিত হওয়ার অনুরোধ ডিএমপি কমিশনারের
- আপডেট: ০৯:৩৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / ১৮০১৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
গৃহকর্মী নিয়োগের আগে পরিচয় নিশ্চিত হওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ( ডিএমপি ) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি সংবাদমাধ্যমে পাঠিয়েছে ডিএমপির মিডিয়া বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মী দ্বারা চাঞ্চল্যকর জোড়া খুনের একটি ঘটনা সংঘটিত হয়েছে। এছাড়া গৃহকর্মীরা অনেক সময় মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার মতো ঘটনাও নতুন নয়। নগরবাসী একটু সচেতন হলে এরূপ অপরাধ প্রতিরোধ করা অনেকাংশে সম্ভব।
এমতাবস্থায়, নিরাপত্তার স্বার্থে গৃহকর্মী নিয়োগের পূর্বে তার জাতীয় পরিচয়পত্র, এক কপি সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের ছবি ও তার পরিচয় নিশ্চিতের জন্য কমপক্ষে দুই জন শনাক্তকারীর নাম-ঠিকানা সংগ্রহ ও সংরক্ষণের জন্য নগরবাসীকে বিশেষভাবে অনুরোধ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এছাড়া ভাড়াটিয়া নিবন্ধন ফর্ম যথাযথভাবে পূরণ পূর্বক নাগরিকদের তথ্য সংগ্রহে পুলিশকে সহযোগিতার জন্যও পুনরায় অনুরোধ করা হলো।





















