চট্টগ্রামে সুনামের সহিত সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসায় ইবতেদায়ী-দাখিল বিভাগের শিক্ষা কার্যক্রম এগিয়ে চলছে
- আপডেট: ০৫:৫৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / ১৮০৩৩
মুহাম্মাদ হায়দার আলী, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের কর্ণফুলী থানার অন্তর্গত চরলক্ষ্যার ডাঙ্গারচরে অবস্থিত সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসায় আজ পহেলা জানুয়ারী ২০২৬ সাল হতে প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। ইবতেদায়ী ১ম শ্রেণী হতে দাখিল ৯ম শ্রেনী পর্যন্ত আবাসিক -অনাবাসিকে নতুন ছাত্র-ছাত্রী ভর্তি চলছে।

বাংলাদেশ তরীকত পরিষদ (বিটিপি) এর কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার, রাহে ভান্ডার সিলসিলার গ্র্যান্ড শায়খ, চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন, রাহনুমায়ে শরীয়ত ওয়াত তরীকত,মাখজানুল কোরআন ওয়াল হাকিকত সূছি ছৈয়দ আল্লামা জাফর ছাদেক শাহ (মা.) কতৃক প্রতিষ্ঠিত, চট্টগ্রাম দরবার শরীফ কতৃক পরিচালিত অত্র দ্বীনি মাদ্রাসায় আবাসিক- অনাবাসিক বিভাগে ছাত্র-ছাত্রীরা সুন্দর ও গ্রামীণ পরিবেশে সর্বোচ্চ নিরাপত্তার সহিত দীর্ঘ ৫ বছর ধরে দ্বীনি শিক্ষা অর্জন করে যাচ্ছে।

” জ্ঞানের আলোকে আগমন হয়ে মুক্তির সন্ধান পায়” এ মহামূল্যবান ও তাৎপর্যপূর্ন প্রতিপাদ্য কে সামনে রেখে অত্র প্রতিষ্ঠানের অগ্রযাত্রা হয়ে আজ অবদি উপজেলা ও জেলা পর্যায়ে ব্যাপক সুনামের সহিত প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম চলে আসছে। অভিজ্ঞ ও সর্বোচ্চ ডিগ্রিধারী ধর্মীয় ও মিডিয়া ব্যক্তিত্ব বহু ভাষায় পাণ্ডিত্য অর্জনকারী শিক্ষার্থীদের অভিভাবকতুল্য প্রিন্সিপাল মুফতি মৌলানা মুহাম্মদ আবুল কাশেম (মা.), কালিম /মাস্টার্স ( তাফসির,হাদিস,ফিকহ ও আদব) ও ভাইস প্রিন্সিপাল মুফতি মৌলানা মুহাম্মদ তানভীরুল ইসলাম, কামিল/মাস্টার্স (তাফসির,হাদিস,ফিকহ ও আদব) এর যৌথ আপ্রাণ চেষ্টায় ও অন্যান্য সকল শিক্ষক – শিক্ষীকাদের মাধ্যমে আন্তরিকতার সহিত ছাত্র -ছাত্রীদের কে দ্বীনি শিক্ষা প্রদান করে যাচ্ছেন।
আপনার সন্তান কে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে কোরআন-সুন্নাহ মোতাবেক ইসলামী জীবন লাভ করতে এবং পরকালে সফলকাম হতে আজই সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসায় ভর্তি করিয়ে দিন। অত্র মাদ্রাসায় প্রশাসনিক ভবন, আবাসিক ভবন,ছাত্র-ছাত্রীদের খেলার মাঠ সহ পিটি ক্যাডেট ট্রেনিং এর সুব্যবস্হা রয়েছে। দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী শিক্ষা অর্জনের সকল সুযোগ রয়েছে এই প্রতিষ্ঠানে। এই দ্বীনি মাদ্রাসায় আপনার সন্তান কে ভর্তি করতে আজই যোগাযোগ করুন পিন্সিপল- 01812575353, ভাইস-প্রিন্সিপাল -01824597525

























