নোয়াখালীতে পুলিশের অভিযান:ডাকাত সর্দার গ্রেফতার অস্ত্র উদ্ধার
- আপডেট: ০৮:৪০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নোয়াখালীর সদর উপজেলায় যৌথ অভিযান চালিয়ে ১৮ মামলার আসামি ও আন্তঃজেলা ডাকাত চক্রের সর্দার মো. রমিজ (৩০) ও তার পিতা মো.আমিনুল হককে (৬৮) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার(২২ জানুয়ারি) বিকালে নোয়াখালী জেলা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।
পুলিশ জানায়, এদিন সকালে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখা (ডিবি) ও সুধারাম থানা পুলিশের একটি যৌথ দল সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামে অভিযান চালায়। অভিযানে আবুল কাশেমের বসতবাড়ি থেকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ভূমিদস্যু মো. রমিজকে একটি দেশীয় ওয়ান শুটার গান, একটি দোনালা পাইপগান এবং পাঁচ রাউন্ড কার্তুজসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। একই সময় তার পিতা মো. আমিনুল হককেও গ্রেফতার করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মো. রমিজের বিরুদ্ধে খুন ও ডাকাতিসহ মোট ১৮টি নিয়মিত মামলা রয়েছে। এর মধ্যে সাতটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। তিনি ওই এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী এবং আন্তঃজেলা ডাকাত চক্রের সর্দার হিসেবে পরিচিত।
এছাড়া তার পিতা মো. আমিনুল হকের বিরুদ্ধেও খুন ও ডাকাতিসহ আটটি নিয়মিত মামলা রয়েছে। এর মধ্যে ছয়টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা গোলাগুলিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল, ফলে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছিল। গ্রেফতার মো. রমিজের বিরুদ্ধে সুধারাম থানায় অস্ত্র আইনে নতুন একটি মামলা করার প্রক্রিয়া চলছে।



















