সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসার নতুন ভর্তি কার্যক্রম চলমান
- আপডেট: ১০:৩৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / ১৮০০৮
মোহাম্মদ হায়দার আলী, চট্টগ্রাম:
চট্টগ্রামের কর্ণফুলী থানার অন্তর্গত চরলক্ষ্যার ডাঙ্গারচরে অবস্থিত সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসার নতুন বছরের শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। আবাসিক-অনাবাসিক বিভাগে নতুন ছাত্র-ছাত্রী ভর্তি শুরু হয়েছে পহেলা জানুয়ারী হতে।
শ্রেণীর পাঠদান ও আরম্ভ হয়েছে। এদিকে মাদ্রাসার ২০২৬ সালের নতুন ক্যালেন্ডার বিতরণ সহ নতুন ছাত্র-ছাত্রীর ভর্তির প্রচারণা এখনো চলছে।
মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মুফতি মৌলানা মোহাম্মদ তানভীরুল ইসলাম (মা:) এর নেতৃত্বে মাদ্রাসার শিক্ষক-ছাত্ররা যৌথভাবে প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সহ সকল সুযোগ সুবিধা ও মাদ্রাসার গুনগত মান নিয়ে ঘরে ঘরে গিয়ে বলা হচ্ছে যেন অভিভাবকরা নিজেরা সচেতন হয়ে প্রতিষ্ঠানে তাদের সন্তানদের কে ভর্তি করাতে পারেন।
এদিকে কর্ণফুলী উপজেলার বহু শিক্ষা প্রতিষ্ঠানে ও মাদ্রাসার পরিচিত তুলে ধরার লক্ষে মাদ্রাসার নতুন বছরের ক্যালেন্ডার প্রদান করা হচ্ছে।
ইতিপূর্বে কর্ণফুলীতে অবস্থিত বিভিন্ন স্কুল – মাদ্রাসায় যেমন, ডাঙ্গারচর রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয়, ডাঙ্গার চর আইডিয়াল স্কুল,ডাংগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাঙ্গারচর তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা, রাবিয়া সিরাজ দাখিল মাদ্রাসা, চরলক্ষ্যা সুলতানুল উলুম স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা,চরফরিদ জামিয়া সুলতানিয়া দাখিল মাদ্রাসা, চরলক্ষ্যা গাউছিয়া সিরাজুল মুনির দাখিল মাদ্রাসা,গাউছিয়া মুনিরিয়া মডেল হেফজখানা ডাঙ্গারচর সহ আরও অনেক প্রতিষ্ঠানে ২০২৬ সালের নতুন ক্যালেন্ডার উপহার দেয়া হয়েছে।
জানা যায়, সুলতানুল আরেফীন ক্যাডেট মাদরাসাটির প্রতিষ্ঠাতা, বাংলাদেশ তরীকত পরিষদ (বিটিপি) এর কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার, রাহে ভান্ডার সিলসিলার গ্র্যান্ড শায়খ, চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন, রাহনুমায়ে শরীয়ত ওয়াত তরীকত,মাখজানুল কোরআন ওয়াল হাকিকত সূফি ছৈয়দ আল্লামা জাফর ছাদেক শাহ (মা.) এর দিক নির্দেশনায় মাদ্রাসার প্রিন্সিপাল ও ভাইস-প্রিন্সিপাল এর যৌথ প্রচেষ্টার মাধ্যমে মাদ্রাসার গুনগত মান বজায় রাখতে নিত্য নতুন উদ্যোগ নেয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় মাদ্রাসার শিক্ষা কার্যক্রম সম্পর্কিত প্রচারণা ও নতুন বছরের ক্যালেন্ডার বিতরণ করা হচ্ছে।
আপনার সন্তান কে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে কোরআন-সুন্নাহ মোতাবেক ইসলামী জীবন লাভ করতে এবং পরকালে সফলকাম হতে আজই সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসায় ভর্তি করিয়ে দিন। অত্র মাদ্রাসায় প্রশাসনিক ভবন, আবাসিক ভবন,ছাত্র-ছাত্রীদের খেলার মাঠ সহ পিটি ক্যাডেট ট্রেনিং এর সুব্যবস্হা রয়েছে। দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী শিক্ষা অর্জনের সকল সুযোগ রয়েছে এই প্রতিষ্ঠানে। এই দ্বীনি মাদ্রাসায় আপনার সন্তান কে ভর্তি করতে আজই যোগাযোগ করুন পিন্সিপল- 01812575353, ভাইস-প্রিন্সিপাল -01824597525


























