মোহাম্মদপুরে চাপাতি হাতে মহড়া দেওয়া সেই শুভ গ্রেফতার

- আপডেট: ০৪:২৫:৩২ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
- / ১৮১২১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চাপাতিসহ শুভ ওরফে হৃদয়কে (২০) গ্রেফতার করেছে র্যাব-২। মঙ্গলবার (৮ জুলাই) রাতে দেশীয় অস্ত্রসহ ঢাকা উদ্যান এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
বুধবার (৯ জুলাই) র্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু এ তথ্য জানান।
খান আসিফ তপু বলেন, র্যাব-২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় ছিনতাইকারী ছিনতাই করার উদ্দেশ্যে রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান এলাকায় অবস্থান করছে। এরই ধারাবাহিকতায় সত্যতা যাচাইয়ের নিমিত্তে র্যাব-২ এর অভিযানিক দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালানোর চেষ্টাকালে একজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা অন্য দুজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গ্রেফতার আসামির কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার বলেন, তারা সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মোহাম্মদপুর, আদাবর এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি, চুরি, ও চাঁদাবাজি করে আসছিল। তারা চাপাতি, সামুরাই, চাকু ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে পথচারীদের কাছ থেকে নগদ টাকা-পয়সা, মোবাইল ও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নেওয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল।
এরই মধ্যে শুভ ওরফে হৃদয়ের প্রকাশ্যে চাপাতি নিয়ে একটি ভিডিও সংবাদ মাধ্যমে প্রচারিত হয়, যা এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি করে। তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই-বাছাই করে ভবিষ্যতে র্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।