মিরপুরে চুরি-ডাকাতি ও মাদকসহ ২০ মামলার আসামি শাকিল গ্রেফতার

- আপডেট: ১১:২৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / ৯
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মিরপুর থেকে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ও মারামারিসহ মোট ২০টি মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম, মো. শাকিল।
মঙ্গলবার (১৫ জুলাই) রাত সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিরপুরের প্রশিকা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
বুধবার (১৬ জুলাই) ডিএমপির মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সালেহ মোহাম্মদ জাকারিয়া, গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুরের প্রশিকার মোড় এলাকায় অভিযান চালিয়ে আমরা শাকিলকে গ্রেফতার করেছি। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রুপনগরসহ বিভিন্ন থানায় ২০টি মামলা রয়েছে। মামলাগুলোর মধ্যে বেশিরভাগই চুরি, ডাকাতি, ছিনতাই এবং মাদক সংশ্লিষ্ট অপরাধ।
এডিসি জাকারিয়া জানান, অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মিরপুরকে অপরাধীদের জন্য দুঃস্বপ্নে পরিণত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আইনশৃঙ্খলা রক্ষায় এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামির বিষয়ে রুপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকাম্মেল হক জানান, গতকাল রাতে এডিসি নিজে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।