০১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

হারিয়ে যাওয়া ৫০ মোবাইল উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল পুলিশ

সোনালী খবর
সোনালী খবর
  • আপডেট: ০৫:৩৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / ১০

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বিগত দুই মাসে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫০ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট বুঝিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনারের অফিসে উদ্ধারকৃত ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

মোহাম্মদপুর থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে মোহাম্মদপুর থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় গত দুই মাসে ৫০টি মোবাইল ফোনসেট দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে।

এসময়, হারিয়ে যাওয়া মোবাইল ফোনসেটগুলো ফিরে পেয়ে অনেকে আবেগে আপ্লূত হয়ে যান। মোবাইল ফোনের প্রকৃত মালিকরা পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

হারিয়ে যাওয়া ৫০ মোবাইল উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল পুলিশ

আপডেট: ০৫:৩৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বিগত দুই মাসে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫০ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট বুঝিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনারের অফিসে উদ্ধারকৃত ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

মোহাম্মদপুর থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে মোহাম্মদপুর থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় গত দুই মাসে ৫০টি মোবাইল ফোনসেট দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে।

এসময়, হারিয়ে যাওয়া মোবাইল ফোনসেটগুলো ফিরে পেয়ে অনেকে আবেগে আপ্লূত হয়ে যান। মোবাইল ফোনের প্রকৃত মালিকরা পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।