সেন্টমার্টিনে পরিবেশ রক্ষা বিষয়ক জনসচেতনতামূলক আলোচনা সভা

- আপডেট: ১০:১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / ৯
নিজস্ব প্রতিবেদক;
সেন্টমার্টিনে পরিবেশ রক্ষা বিষয়ক জনসচেতনতামূলক আলোচনা সভা পরিচালনা করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার ( ১৭ জুলাই) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড সমুদ্র তীরবর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিতকল্পে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। উপকূলীয় এবং দ্বীপাঞ্চলে জনসচেতনতা বৃদ্ধি ও আর্থ-সামাজিক উন্নয়নে কোস্ট গার্ড এর ভূমিকা অপরিহার্য।
এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার ( ১৭ জুলাই ) সকাল ১১ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দীন কর্তৃক সেন্টমার্টিন দ্বীপে পরিবেশ রক্ষায় করণীয় বিষয়ের উপর একটি জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ রক্ষায় সকলের সম্মিলিত সহযোগিতা এবং স্ব স্ব জায়গা হতে উদ্যোগ নিয়ে নিজ আবাসভূমির পরিচর্যা করার আহ্বান করা হয়। এছাড়াও প্লাস্টিকজাত দ্রব্য ব্যবহার পরিহার এবং সমুদ্রে অপ্রয়োজনে ময়লার স্তূপ ফেলার ফলে সমুদ্রে মৎস্য ও প্রাণিকুলের উপর ব্যাপক প্রভাব সম্পর্কে সকলকে সচেতন করা হয়। উক্ত আলোচনা সভায় স্থানীয় জনপ্রতিনিধিসহ সর্বমোট ৬০ জন দ্বীপবাসী উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনসচেতনতা অনেকাংশে উন্নত হয়েছে। সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।