১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

ভোলায় কোস্ট গার্ডের মাদকবিরোধী কর্মশালা ও সচেতনতামূলক কার্যক্রম

  • আপডেট: ০৪:৫৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / ১৮০৩১

নিজস্ব প্রতিবেদক;

উপকূলীয় অঞ্চলে মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ভোলায় একটি সচেতনতামূলক কর্মশালা ও প্রচারণামূলক অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (২১ জুলাই ( সকালে “তারুণ্যের উৎসব–২০২৫” শীর্ষক এই কর্মশালা আয়োজন করে কোস্ট গার্ড বেইস ভোলা। এতে ভোলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থী এবং তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন।

একইদিন বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, “প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদীতীরবর্তী অঞ্চলের জনগণের সেবায় নিরলসভাবে কাজ করে আসছে। দুর্যোগ মোকাবিলা, উদ্ধার, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসাসেবা এবং পুনর্বাসন কার্যক্রম পরিচালনার পাশাপাশি, সমাজে সচেতনতামূলক কর্মসূচিও পরিচালনা করছে।”

তিনি বলেন, “মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে বাংলাদেশ কোস্ট গার্ড এমন কর্মসূচি আগামীতেও অব্যাহত রাখবে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ভোলায় কোস্ট গার্ডের মাদকবিরোধী কর্মশালা ও সচেতনতামূলক কার্যক্রম

আপডেট: ০৪:৫৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক;

উপকূলীয় অঞ্চলে মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ভোলায় একটি সচেতনতামূলক কর্মশালা ও প্রচারণামূলক অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (২১ জুলাই ( সকালে “তারুণ্যের উৎসব–২০২৫” শীর্ষক এই কর্মশালা আয়োজন করে কোস্ট গার্ড বেইস ভোলা। এতে ভোলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থী এবং তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন।

একইদিন বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, “প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদীতীরবর্তী অঞ্চলের জনগণের সেবায় নিরলসভাবে কাজ করে আসছে। দুর্যোগ মোকাবিলা, উদ্ধার, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসাসেবা এবং পুনর্বাসন কার্যক্রম পরিচালনার পাশাপাশি, সমাজে সচেতনতামূলক কর্মসূচিও পরিচালনা করছে।”

তিনি বলেন, “মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে বাংলাদেশ কোস্ট গার্ড এমন কর্মসূচি আগামীতেও অব্যাহত রাখবে।”