মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের জন্য টিডিএসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

- আপডেট: ০১:১৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / ১০
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে এবং সম্প্রতি রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজ সংলগ্ন মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহতদের সহায়তার লক্ষ্যে ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) পুলিশ এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে।
সেবার মানসিকতা থেকে টিডিএস একটি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে, যেখানে বাংলাদেশ পুলিশ ব্লাড ব্যাংকের সমন্বয়ে মোট ৬৭ জন প্রশিক্ষণার্থী রক্তদান করেন।
রক্তদাতারা ছিলেন, ৩৩তম নবায়ন সার্টিফিকেট কোর্স, ৩৬৩তম বেসিক ভেহিকেল ম্যানেজমেন্ট কোর্স, ১৫তম বেসিক ট্রাফিক সার্টিফিকেট কোর্স এবং, ৫ম সায়েন্টিফিক ইনভেস্টিগেশন ফর রোড ট্রাফিক এক্সিডেন্ট কোর্সের প্রশিক্ষণার্থী।
সংগৃহীত রক্ত দ্রততম সময়ের মধ্যে মাইলস্টোন দুর্ঘটনায় আহত ভিকটিমদের চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং) মোহাম্মদ আব্দুল হালিম। তিনি বলেন,
“গতকালের মর্মান্তিক দুর্ঘটনার প্রেক্ষিতে ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে এটি আমাদের একটি ক্ষুদ্র প্রচেষ্টা। বাংলাদেশ পুলিশ সবসময় ছাত্র-জনতার পাশে আছে, থাকবে।”
তিনি আরও জানান, সেবার চেতনা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে পুলিশ সদস্যরা এগিয়ে আসছেন এবং এই রক্তদান কর্মসূচি তারই একটি নিদর্শন।
উল্লেখ্য, আগামী ২৪ জুলাই ২০২৫ (বৃহস্পতিবার) টিডিএস ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে একটি প্রতীকী ম্যারাথনের আয়োজন করছে।
বাংলাদেশ পুলিশের এই মহতী উদ্যোগ জনগণের পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।