০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

অনাহারে থাকা গাজাবাসীদের নিয়ে যা বললেন ওবামা

সোনালী খবর
সোনালী খবর
  • আপডেট: ০৪:০৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • / ১৮০০৪
আন্তর্জাতিক ডেস্ক

অবরুদ্ধ গাজায় ‘প্রতিরোধযোগ্য’ দুর্ভিক্ষ বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।আজ সোমবার এক্স এ দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।  মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন ‘যদিও গাজা সংকটের স্থায়ী সমাধানের জন্য সব জিম্মিদের ফিরিয়ে দেওয়া এবং ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ করা আবশ্যক— এই নিবন্ধগুলো নিরীহ মানুষের মৃত্যু রোধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তাকে ছোট করে দেখায়।’

ওবামা বলেন, ‘গাজা উপত্যকার মানুষের কাছে সাহায্য পৌঁছানোর অনুমতি দিতে হবে। বেসামরিক মানুষদের থেকে খাবার এবং পানি দূরে রাখার কোনও যুক্তি নেই।’

এর আগে গতকাল রবিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেন, গাজায় অপুষ্টির হার ‘উদ্বেগজনক পর্যায়ে’ পৌঁছেছে।

গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে কিছু এলাকায় প্রতিদিন ১০ ঘণ্টা হামলা না চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। তবে এই ঘোষণার পরেও গাজাজুড়ে আগ্রাসন চালিয়েছে দখলদার বাহিনী। নতুন করে ইসরায়েলের সামরিক বাহিনী কমপক্ষে ৬৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। কিন্তু ‘মানবিক বিরতির’ প্রথম দিনের কয়েক ঘন্টা পরেই ইসরায়েলি বিমান হামলা শুরু করে। দেইর এল-বালাহ থেকে আল জাজিরার হিন্দ খোদারি জানিয়েছেন, গাজা সিটিতে বিমান হামলা চালানো হয়েছে এবং এটি এমন একটি এলাকা যাকে নিরাপদ এলাকা হিসেবে মনোনীত করা হয়েছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

অনাহারে থাকা গাজাবাসীদের নিয়ে যা বললেন ওবামা

আপডেট: ০৪:০৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক

অবরুদ্ধ গাজায় ‘প্রতিরোধযোগ্য’ দুর্ভিক্ষ বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।আজ সোমবার এক্স এ দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।  মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন ‘যদিও গাজা সংকটের স্থায়ী সমাধানের জন্য সব জিম্মিদের ফিরিয়ে দেওয়া এবং ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ করা আবশ্যক— এই নিবন্ধগুলো নিরীহ মানুষের মৃত্যু রোধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তাকে ছোট করে দেখায়।’

ওবামা বলেন, ‘গাজা উপত্যকার মানুষের কাছে সাহায্য পৌঁছানোর অনুমতি দিতে হবে। বেসামরিক মানুষদের থেকে খাবার এবং পানি দূরে রাখার কোনও যুক্তি নেই।’

এর আগে গতকাল রবিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেন, গাজায় অপুষ্টির হার ‘উদ্বেগজনক পর্যায়ে’ পৌঁছেছে।

গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে কিছু এলাকায় প্রতিদিন ১০ ঘণ্টা হামলা না চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। তবে এই ঘোষণার পরেও গাজাজুড়ে আগ্রাসন চালিয়েছে দখলদার বাহিনী। নতুন করে ইসরায়েলের সামরিক বাহিনী কমপক্ষে ৬৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। কিন্তু ‘মানবিক বিরতির’ প্রথম দিনের কয়েক ঘন্টা পরেই ইসরায়েলি বিমান হামলা শুরু করে। দেইর এল-বালাহ থেকে আল জাজিরার হিন্দ খোদারি জানিয়েছেন, গাজা সিটিতে বিমান হামলা চালানো হয়েছে এবং এটি এমন একটি এলাকা যাকে নিরাপদ এলাকা হিসেবে মনোনীত করা হয়েছিল।