কক্সবাজারে অস্ত্রসহ ডাকাত আটক

- আপডেট: ০৭:৪৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
- / ১৮০০৮
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ২টি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড তাজা কার্তুজসহ ১ জন কুখ্যাত ডাকাত আটক করেছে।
শনিবার ( ২ আগস্ট) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ২ আগস্ট শনিবার মধ্যরাত ৩ টায় কোস্ট গার্ড প‚র্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন মহেশখালী ও মহেশখালী থানা পুলিশের সমন্বয়ে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলাধীন কালামারছড়া ইউনিয়নের মিজ্জির পাড়া এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকার কুখ্যাত ডাকাত জয়নাল প্রকাশ ওরফে হাতকাটা জয়নাল (৪২) কে তার বাড়ি থেকে ২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড তাজা কার্তুজসহ আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত ডাকাত হাতকাটা জয়নালের নামে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও মারামারিসহ মোট ৫ টি মামলা রয়েছে।
জব্দকৃত সকল আলামত ও আটককৃত আসামীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।