০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে হত্যা মামলার আসামি মনির হোসেন গ্রেফতার

  • আপডেট: ০৩:৪১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • / ১৮০১৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

নোয়াখালীর সোনাইমুড়ি থানায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক হত্যার চাঞ্চল্যকর মামলার এজাহারনামীয় ৬ নম্বর আসামি মনির হোসেন (৫৫)কে গ্রেফতার করেছে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী।

রবিবার (১০ আগস্ট) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে জেলার বেগমগঞ্জ থানার করিমপুর চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু।

র‍্যাব জানায়, গ্রেফতার মনির হোসেন মৃত আলী আহাম্মদের ছেলে এবং নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার ৪নং বারগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বারগাঁও (মোল্লাপাড়া) এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম কামরুল হুদা (৪৩) এর সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। গত ১০ জুন ২০২৫ তারিখে আসামিরা ভিকটিমের বাড়ির পাশের প্রায় দেড় লাখ টাকার গাছ কেটে ফেলে। এতে বাধা দিলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

পরবর্তীতে ১৯ জুন রাতে ভিকটিম বাড়ি থেকে বের হওয়ার সময় আসামিরা তার পিছু নেয়। রাত সাড়ে ৯টার দিকে স্ত্রীকে ফোনে জানান যে আসামিরা তার পেছনে রয়েছে, এরপর থেকে তিনি নিখোঁজ হন।

তিন দিন পর, ২২ জুন দুপুরে বারগাঁও এলাকার একটি পরিত্যক্ত পুকুরে ভিকটিমের অর্ধগলিত মরদেহ ভেসে ওঠে। স্ত্রী পোশাক দেখে লাশ শনাক্ত করেন। মরদেহের গলা, হাত, বুক, কোমর ও হাঁটুতে আঘাতের চিহ্ন ছিল। ঘটনার পর আসামিরা পালিয়ে যায়।

মামলা দায়েরের পর র‍্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে এবং অবশেষে আজ বেগমগঞ্জ থেকে মনির হোসেনকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গ্রেফতারকৃতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সোনাইমুড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে হত্যা মামলার আসামি মনির হোসেন গ্রেফতার

আপডেট: ০৩:৪১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

নোয়াখালীর সোনাইমুড়ি থানায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক হত্যার চাঞ্চল্যকর মামলার এজাহারনামীয় ৬ নম্বর আসামি মনির হোসেন (৫৫)কে গ্রেফতার করেছে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী।

রবিবার (১০ আগস্ট) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে জেলার বেগমগঞ্জ থানার করিমপুর চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু।

র‍্যাব জানায়, গ্রেফতার মনির হোসেন মৃত আলী আহাম্মদের ছেলে এবং নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার ৪নং বারগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বারগাঁও (মোল্লাপাড়া) এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম কামরুল হুদা (৪৩) এর সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। গত ১০ জুন ২০২৫ তারিখে আসামিরা ভিকটিমের বাড়ির পাশের প্রায় দেড় লাখ টাকার গাছ কেটে ফেলে। এতে বাধা দিলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

পরবর্তীতে ১৯ জুন রাতে ভিকটিম বাড়ি থেকে বের হওয়ার সময় আসামিরা তার পিছু নেয়। রাত সাড়ে ৯টার দিকে স্ত্রীকে ফোনে জানান যে আসামিরা তার পেছনে রয়েছে, এরপর থেকে তিনি নিখোঁজ হন।

তিন দিন পর, ২২ জুন দুপুরে বারগাঁও এলাকার একটি পরিত্যক্ত পুকুরে ভিকটিমের অর্ধগলিত মরদেহ ভেসে ওঠে। স্ত্রী পোশাক দেখে লাশ শনাক্ত করেন। মরদেহের গলা, হাত, বুক, কোমর ও হাঁটুতে আঘাতের চিহ্ন ছিল। ঘটনার পর আসামিরা পালিয়ে যায়।

মামলা দায়েরের পর র‍্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে এবং অবশেষে আজ বেগমগঞ্জ থেকে মনির হোসেনকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গ্রেফতারকৃতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সোনাইমুড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু।