০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

বাউফল উপজেলা যুবলীগ সভাপতি শাহজাহান ঢালী গ্রেফতার

  • আপডেট: ০৬:৫৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • / ১৮০০৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

পটুয়াখালী জেলার বাউফল থানার চাঁদাবাজি মামলায় ১৮ বছর সাজাপ্রাপ্ত আসামি বাউফল উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান ঢালীকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার র‌্যাব-২ ও র‌্যাব-৩ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

রবিবার (১০ আগস্ট) র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়,গ্রেফতারকৃত আসামি শাহজাহান ঢালী চাঁদাবাজি মামলার আসামি। তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আসামির অনুপস্থিতিতে মামলার বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত আসামি শাহজাহান ঢালীকে ওই মামলার বিভিন্ন ধারায় সর্বমোট ১৮ বছর সশ্রম কারাদন্ড ও ১৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান পূর্বক গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন।

তবে আসামির বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা ইস্যূ হওয়ার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হতে গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করে। শনিবার গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক রাজধানীর বাড্ডা থানা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

বাউফল উপজেলা যুবলীগ সভাপতি শাহজাহান ঢালী গ্রেফতার

আপডেট: ০৬:৫৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

পটুয়াখালী জেলার বাউফল থানার চাঁদাবাজি মামলায় ১৮ বছর সাজাপ্রাপ্ত আসামি বাউফল উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান ঢালীকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার র‌্যাব-২ ও র‌্যাব-৩ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

রবিবার (১০ আগস্ট) র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়,গ্রেফতারকৃত আসামি শাহজাহান ঢালী চাঁদাবাজি মামলার আসামি। তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আসামির অনুপস্থিতিতে মামলার বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত আসামি শাহজাহান ঢালীকে ওই মামলার বিভিন্ন ধারায় সর্বমোট ১৮ বছর সশ্রম কারাদন্ড ও ১৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান পূর্বক গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন।

তবে আসামির বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা ইস্যূ হওয়ার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হতে গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করে। শনিবার গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক রাজধানীর বাড্ডা থানা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।