চাকরির নামে প্রতারণা, ভুয়া র্যাব সদস্য গ্রেফতার

- আপডেট: ০৫:২৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নোয়াখালীর বেগমগঞ্জে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ভুয়া র্যাব সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১। এ সময় তার কাছ থেকে নগদ টাকা,ভুয়া আইডি কার্ড ও জাল সার্টিফিকেট উদ্ধার করা হয়।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে র্যাব-১১,সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতের নাম মো.ইয়াসিন হোসেন (২৫)। তিনি সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর গ্রামের মৃত ইউসুফের ছেলে। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার চৌমুহনী রোডের হেলথ কেয়ার ডায়গনস্টিক সেন্টার এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়,ইয়াসিন নিজেকে র্যাব সদস্য পরিচয় দিয়ে আরিফ হোসেন নামে এক শিক্ষার্থীকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চাকরির প্রলোভন দেখান। মোবাইলে র্যাবের পোশাক পরিহিত ছবি দেখিয়ে তিনি দাবি করেন, ঢাকায় কর্মরত আছেন এবং সহকারী কাস্টম পদে নিয়োগের ব্যবস্থা করতে পারবেন। এভাবে ধাপে ধাপে আরিফের খালাতো ভাই মিরাজসহ তাদের কাছ থেকে মোট ৬০ হাজার টাকা নেন। পুরো চুক্তি ছিল ১ লাখ ৫০ হাজার টাকা।
পরবর্তীতে ভুক্তভোগীর অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে ইয়াসিনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১ লাখ ১২ হাজার ৪শ টাকা,একটি ভুয়া পরিচয়পত্র ও বিভিন্ন নকল সার্টিফিকেট উদ্ধার করা হয়।
ঘটনার পর আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। উদ্ধারকৃত টাকা ও জাল কাগজপত্রসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।