রূপগঞ্জে নারী, ডেমরায় যুবক:ইয়াবা-ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি র্যাবের জালে

- আপডেট: ০৯:২০:৪০ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / ১৮০১৮
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানী ঢাকার ডেমরা ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা,গাঁজা,ফেন্সিডিল ও বিদেশী মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
রবিবার(১৮ আগস্ট) রাতে নারায়ণগঞ্জের মুড়াপাড়া ও রাজধানীর ডেমরা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১০ সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী সুমন।
র্যাব সূত্রে জানা যায়,রবিবার রাতে রূপগঞ্জ থানার মুরাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ৩২০ পিস ইয়াবা ও ১৫ গ্রাম গাঁজাসহ মাজেদা (৪২) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৭ হাজার টাকা।
একই দিন রাত ৯টা ৪৫ মিনিটে রাজধানীর ডেমরা চৌরাস্তা এলাকায় আরও একটি অভিযান চালায় র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের সদস্যরা। এসময় ৫৯ বোতল ফেন্সিডিল ও এক বোতল (১ লিটার) বিদেশী মদসহ মো.আরিফ মোল্লা (২৪) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা।
র্যাব জানায়,গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী অঞ্চল থেকে ইয়াবা,গাঁজা,ফেন্সিডিল ও বিদেশী মদ সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।