নোয়াখালীতে র্যাব-১১ এর অভিযানে হত্যা ও ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

- আপডেট: ১০:১৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
- / ১৮০২৪
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নোয়াখালীতে পৃথক অভিযানে জেলার সোনাইমুড়ি, সুধারাম ও বেগমগঞ্জ থানার হত্যা,ধর্ষণ ও ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১, সিপিসি-৩।
মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় র্যাব-১১,সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়,সোমবার (১৯ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত নোয়াখালী,কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন—সোনাইমুড়ি থানার হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো.রুবেল (৪৪),সুধারাম থানার ধর্ষণ মামলার প্রধান আসামি সাজ্জাদ ইসলাম সিফাত (২৩) এবং বেগমগঞ্জ থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কামরুল হাসান তুহিন তুষার (১৯)।
র্যাবের তথ্যমতে,সোনাইমুড়িতে মাদ্রাসা ছাত্র হত্যা মামলার আসামি রুবেলকে কুমিল্লার লাকসাম থেকে,ধর্ষণ মামলার আসামি সিফাতকে চট্টগ্রামের জোরারগঞ্জ থেকে এবং ওয়ারেন্টভুক্ত আসামি তুহিন তুষারকে বেগমগঞ্জের মিরওয়ারিশপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
দীর্ঘদিন ধরে পলাতক থাকা এসব আসামিদের গোয়েন্দা নজরদারি ও সমন্বিত অভিযানের মাধ্যমে আইনের আওতায় আনা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।