শিরোনাম:
যাত্রাবাড়ীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি রাজু গ্রেফতার

- আপডেট: ১২:২৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / ১৮০২০
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর যাত্রাবাড়ীর জনপদ মোর এলাকা থেকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি রাজু আহমেদকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার(২০ আগস্ট) সন্ধ্যায় র্যাব-১০,সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে বলে জানিয়েছেন ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী।
তিনি বলেন,গতকাল সন্ধ্যায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকার যাত্রাবাড়ী থানাধীন জনপদ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এতে গেন্ডারিয়া থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মো. রাজু আহমেদকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।