ফজলুর রহমানের বাসার সামনে মব তৈরির ঘটনায় বাংলাদেশ মানবাধিকার পরিষদের উদ্বেগ

- আপডেট: ০৬:১৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- / ১৮০১৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বাংলাদেশ মানবাধিকার পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম বলেন- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান জুলাই অভ্যুত্থানের ছাত্রদের সম্পর্কে অনভিপ্রেত ও অপ্রত্যাশিত বক্তব্যে আমরা সবাই এজন্য নিন্দা জানাই। কিন্তু উদ্বেগজনক বিষয় হলো, ফজলুর রহমানের বাসার সামনে মব সৃষ্টির জন্য গুটিকয় ছাত্র সেখানে অবস্থান করছে। এটা খুবই দুর্ভাগ্যজনক।
কেননা একটি রাষ্ট্র চলে আইন দ্বারা। মব সৃষ্টি করা কোনভাবেই রাষ্ট্র বা সরকারের সমর্থন করা উচিত নয়। সভ্য সমাজে কঠোরভাবে এই ধরনের মবকে দমন করা উচিত। আইন আছে কেউ অপরাধ করলে আইনের মাধ্যমেই তার সাজা নিশ্চিত করতে হবে। এই জাতীয় মব সমাজের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। ইতোমধ্যে অনেক স্থানে মবের মাধ্যমে প্রকাশ্যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। কিন্তু আমরা গভীরভাবে লক্ষ্য করেছি সরকার এ বিষয়ে তেমন কার্যকর ভূমিকা রাখে নি। বাংলাদেশ মানবাধিকার পরিষদ এজন্য গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে এবং আশাবাদ ব্যক্ত করছে, সরকার অচিরেই মব বন্ধের সব রকমের ব্যবস্থা গ্রহণ করবে।