ব্রাহ্মণবাড়িয়ায় ময়না হত্যা: পলাতক আসামী হোসেন গ্রেফতার

- আপডেট: ০৬:৫৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮০১৩
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার মামলা নং- ১৯; হত্যা মামলার এজাহারনামীয় ১নং পলাতক আসামী হোসেন মিয়া (৪৫) কে গ্রেফতার করেছে র্যাব-৯,সিপিসি-১।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়ার হত্যা মামলার আসামীকে পৌর শহরের পুনিয়াউট নয়নপুর এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলো,হোসেন মিয়া (৪৫),ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের আতকাপাড়া এলাকার মৃত রহমত আলীর ছেলে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর ) র্যাব-৯ এর (মিডিয়া) অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য জানান।
তিনি জানান,পূর্ব বিরোধের জের ধরে গত ১৩ ফ্রেরুয়ারী ২০২৫ ইং তারিখ বাড়ির পাশে একটি বিয়ের অনুষ্ঠানে গান-বাজনাকে কেন্দ্র করে বর পক্ষের সাথে এলাকার লোকজনের তর্ক-বিতর্ক হয়। তর্ক বিতের্কর এক পর্যায়ে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়াসহ মারামারি হয়। উক্ত বিরোধকে কেন্দ্র করে আসামীগণ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ঘটনাস্থলে আগে থেকে ওৎপেতে থাকে। একই দিনে আানুমানিক সন্ধ্যা ৭টায় ভিকটিম পরিবারের জরুরি কাজে মনিপুর বন্দর বাজার যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা হলে ঘটনাস্থলে পৌছামাত্র সকল বিবাদীগণ ভিকটিমের উপর এলোপাথারি মারপিট শুরু করে। মারামারির এক পর্যায়ে আসামী হোসেন ভিকটিম ময়নাকে খুন করার উদ্দেশ্যে বল্লম দিয়ে বুকের বাম পাশে গুরুতর আঘাত করে। পরবর্তীতে ভিকটিমের ডাক চিৎকারে এলাকাবাসীর সহায়তায় ময়নাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের মা বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে আসামীদেরকে আইনের আওতায় আনতে র্যাব-৯ এই ঘটনার তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। তারই প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।