বটিয়াঘাটায় ফ্যাসিস্ট দোসর দুলুর কান্ড

- আপডেট: ১২:৪৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮০০৯
বটিয়াঘাটা প্রতিনিধি:
খুলনার বটিয়াঘাটায় ফ্যাসিস্ট দোসর বলে খ্যাত আরিফুজ্জামান দুলুর তান্ডবে তটস্হ হয়ে পড়েছে মুক্তিযোদ্ধা সহ আমজনতা।
দুলুর নেতৃত্বে সন্ত্রাসীদের হামলার শিকার হন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বিনয় কৃষ্ণ সরকার ও তার শরীকগন।
বিরাট খেয়াঘাট চর এলাকায় মুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার ও তার শরীক গনের সম্পত্তি দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীরা জবর দখল করে রেখেছিল। বর্তমান আমন মৌসুম বিনয় কৃষ্ণ সরকার ও তার শরীকগন নিজ জমিতে চাষ বাস পূর্বক ধান রোপন করলে আওয়ামী দোসর আরিফুজ্জামান দুলুর নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কতিপায় সন্ত্রাসীরা হামলা চালিয়ে জমির রোপনকৃত ধানের পাতো নষ্ট করে দেয়। এবং বিনয় কৃষ্ণ সরকার ও তার লোকজনদের সেখান থেকে তাড়িয়ে দেয়।
দুলুর বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলন, চাঁদাবাজী,মজিদ সাহেবের ঘের দখল, অবৈধ ম্যাগনেট ব্যবসা, সুন্দরবনের বন দস্যুদের সেল্টার প্রদান,সাংবাদিক পরিচয় দিয়ে নদীতে মাছধরা নৌকা গুলো থেকে টাকা উত্তোলন সহ ৫ তারিখের পর সাংবাদিক সুমনের ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি সংযোগ লুটপাট সহ ব্যাপক অভিযোগ রয়েছে। ২০২৩ সালে অক্টোবর মাসে পত্রিকায় ঘোষণা দিয়ে বিএনপি থেকে ইস্তফা দেয় সে । শুরু হয় তার নতুন বাণিজ্য। শেখ পরিবারের সাথে সখ্যতা, উপজেলা চেয়ারম্যান আশরাফুলের সাথে দালালি এবং উপজেলা চেয়ারম্যান আশরাফুলের কথিত ভাগ্নে পরিচয় দিয়ে লুটপাটের রাম রাজত্ব কায়েম করে।
বর্তমানে সে চরম বেপরোয়া হয়ে উঠেছে।বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বালিয়াডাঙ্গায় নৌকার প্রার্থীর বিরাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করে।
গিরগিটির মতো রং বদলকারী দুলু কখনো সাংবাদিক, কখনো বিএনপি নেতা , কখনো আওয়ামী লীগ সভাপতির ভাগ্নে আবার কখনো বিএনপির সভাপতির ভাই আবার কখনো ম্যাগনেট সিন্ডিকেট এর হোতা। আসলে দুলু কে? কি বা তার ক্ষমতার উৎস?