সেন্টমার্টিনে সমুদ্রে ভাসমান ফিশিং বোটসহ ৩ জেলে উদ্ধার করল কোস্ট গার্ড

- আপডেট: ০৬:৩১:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮০১০
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
সেন্টমার্টিন সংলগ্ন সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ৩ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত শুক্রবার সেন্টমার্টিন এলাকা থেকে এমভি সাইমা নামের ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। একপর্যায়ে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিনের শ্যাফট বিকল হয়ে পড়লে বোটটি সমুদ্রে ভেসে থাকতে থাকে।
পরবর্তীতে বোটটি ভেসে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের কাছে পৌঁছালে স্থানীয় এক জেলে মোবাইল ফোনে বিষয়টি কোস্ট গার্ডকে জানায়। খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন একটি উদ্ধার অভিযান পরিচালনা করে বোটসহ ৩ জেলেকে নিরাপদে উদ্ধার করে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহের পর বোটসহ মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখবে।