চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র জব্দ

- আপডেট: ১১:৪৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮০০৯
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে চাঁদপুরে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র,২টি রাম দা ও ২টি চাইনিজ কুড়াল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের একটি দল মতলব উত্তর থানার মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। ওই সময় ডাকাত দল কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্রগুলো জব্দ করা হয়।
এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”