ওসি মঞ্জুরুল কাদের হাটহাজারী থানাতে যোগদান

- আপডেট: ০৬:১৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮০০৬
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন সৎ এবং আদর্শ পুলিশ অফিসার হিসেবে পরিচিত ওসি মঞ্জুরুল কাদেও ভুইয়া চট্টগ্রামের হাটহাজারী থানার নতুন ওসি হিসেবে যোগদান করেছে। সোমবার তার যোগদানের খবর ছড়িয়ে পড়লে হাটহাজারীবাসীদের মাঝে আশার আলো দেখা দেয়।
অপরাধীদের আতংক এবং নিরাপদ মানুষের বন্ধু খ্যাত পুলিশ অফিসারকে থানা যোগদান করায় উপজেলার শীর্ষস্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ পুলিশের উর্ধ্বতম কর্তৃপক্ষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানায়। এদিকে মঞ্জুরুল কাদের ভুইয়া আবারো ওসি হিসেবে যোগদান করায় চিহিৃত মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন মামলার অপরাধীরা আতংকিত হয়ে পড়ে। সাংবাদিকতার আড়লে নানা অপরাধে জড়িত সেই মুনছুর আলম মুন্না তার ফেইজবুক আইডি থেকে নানা প্রভাকান্ড ছড়াচ্ছে।
সুত্রে জানায়, হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীদের আন্দোলনের মুখে থানার ওসিকে অপসারন করা হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশের উর্ধ্বতম কর্তৃপক্ষ ওসি মঞ্জুরুল কাদের ভুইয়াকে নতুন ওসি হিসেবে দায়িত্ব প্রদান করে। কর্তৃপক্ষের নির্দেশনায় পেয়ে সোমবার রাতে মঞ্জুরুল কাদের যোগদান করেন।
মঞ্জুরুল কাদের ভুইয়া এর আগে কক্সবাজারের চকরিয়া থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে দায়িত্ব পালনকালীন সময় তিনি অপরাধীদের জন্য একজন আতংকিত ওসি হিসেবে পরিচিত হন। চৌকস অফিসার হিসেবে দায়িত্ব পালন করায় তার হাত থেকে কোন অপরাধী ছাড় পায়নি। কয়েকজন মাদক পাচারকারী কথিত প্রেস সাইনবোর্ড ব্যবহার করে মাদক পাচার করতে গিয়েও রক্ষা পারনি। এতে অপরাধী চক্র তার বিরুদ্ধে নানা প্রভাকান্ড শুরু করে।