০৯:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

নোয়াখালী হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • আপডেট: ০৫:২৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮০২৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

নোয়াখালীর চরজব্বর থানার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম (৪৭) দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে র‌্যাবের অভিযানে গ্রেফতার হয়েছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) র‌্যাব-১১,সিপিসি-৩ নোয়াখালীর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-৩,নোয়াখালী এবং র‌্যাব-৭,সিপিসি-২ (হাটহাজারী) ও সিপিসি-৩ (চাঁদগাঁও) এর যৌথ দল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের সন্দ্বীপ থানার এনাম নাহার পূর্ব মাথা এলাকার টুটুল এন্ড ব্রাদার্স দোকানের সামনে অভিযান চালায়। এসময় আবুল কালামকে গ্রেফতার করা হয়।

মামলার নথি অনুযায়ী,২০১৪ সালের ৩০ মে চরজব্বর থানায় দায়ের করা হত্যা মামলার (মামলা নং-২৫,জিআর-৯৭৭/১৪, দায়রা নং-৯২৬/২০১৭) রায়ে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।

জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় ও মামলার বিষয়টি স্বীকার করেছেন।

গ্রেফতারের পর তাকে নোয়াখালীর চরজব্বর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মিঠুন কুমার কুণ্ডু।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নোয়াখালী হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট: ০৫:২৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

নোয়াখালীর চরজব্বর থানার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম (৪৭) দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে র‌্যাবের অভিযানে গ্রেফতার হয়েছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) র‌্যাব-১১,সিপিসি-৩ নোয়াখালীর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-৩,নোয়াখালী এবং র‌্যাব-৭,সিপিসি-২ (হাটহাজারী) ও সিপিসি-৩ (চাঁদগাঁও) এর যৌথ দল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের সন্দ্বীপ থানার এনাম নাহার পূর্ব মাথা এলাকার টুটুল এন্ড ব্রাদার্স দোকানের সামনে অভিযান চালায়। এসময় আবুল কালামকে গ্রেফতার করা হয়।

মামলার নথি অনুযায়ী,২০১৪ সালের ৩০ মে চরজব্বর থানায় দায়ের করা হত্যা মামলার (মামলা নং-২৫,জিআর-৯৭৭/১৪, দায়রা নং-৯২৬/২০১৭) রায়ে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।

জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় ও মামলার বিষয়টি স্বীকার করেছেন।

গ্রেফতারের পর তাকে নোয়াখালীর চরজব্বর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মিঠুন কুমার কুণ্ডু।