০৯:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

চাটখিলে ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী চট্টগ্রাম থেকে গ্রেফতার

  • আপডেট: ১২:১০:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮০৫৩

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন আসাদগঞ্জ এলাকা থেকে নোয়াখালীর চাটখিল থানার ১৭ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ ও র‍্যাব-৭ এর একটি যৌথ আভিযানিক দল। গ্রেফতার আসামির নাম, সাইফুল ইসলাম ফয়সাল।

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে র‍্যাব-১১,সিপিসি-৩, নোয়াখালীর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু এ তথ্য জানান।

র‍্যাব সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে র‍্যাব-১১, সিপিসি-৩,নোয়াখালী এবং র‍্যাব-৭,সিপিএসসি, পতেঙ্গা, চট্টগ্রাম এর একটি যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে আসামী মো.সাইফুল ইসলাম ফয়সাল (৩৪) কে গ্রেফতার করে। তিনি নোয়াখালীর চাটখিল থানার পূর্ব নোয়াখলা (দুধ মিয়া হাজী পাটওয়ারী বাড়ি) এলাকার মৃত আব্দুল মোতালেব এর ছেলে।

র‍্যাব জানায়,২০১৩ সালে চাটখিল থানায় দায়েরকৃত অস্ত্র মামলা (মামলা নং-১০,তারিখ-১৫/০৮/২০১৩, জিআর-১৪৭৭/২০১৩) অনুসারে আসামী সাইফুল ইসলাম ফয়সালকে আদালত ১৮৭৮ সালের অস্ত্র আইনের 19A ধারায় ১০ বছর ও 19(f) ধারায় আরও ৭ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকেই তিনি দীর্ঘদিন দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

র‍্যাব-১১ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে শনাক্ত করার পর যৌথ অভিযান চালিয়ে চট্টগ্রামের আসাদগঞ্জ চাঁন মিয়া লেন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার নাম,ঠিকানা ও অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে নিজের পরিচয় নিশ্চিত করেছে।

গ্রেফতারের পর আসামীকে যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে নোয়াখালীর চাটখিল থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

চাটখিলে ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী চট্টগ্রাম থেকে গ্রেফতার

আপডেট: ১২:১০:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন আসাদগঞ্জ এলাকা থেকে নোয়াখালীর চাটখিল থানার ১৭ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ ও র‍্যাব-৭ এর একটি যৌথ আভিযানিক দল। গ্রেফতার আসামির নাম, সাইফুল ইসলাম ফয়সাল।

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে র‍্যাব-১১,সিপিসি-৩, নোয়াখালীর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু এ তথ্য জানান।

র‍্যাব সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে র‍্যাব-১১, সিপিসি-৩,নোয়াখালী এবং র‍্যাব-৭,সিপিএসসি, পতেঙ্গা, চট্টগ্রাম এর একটি যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে আসামী মো.সাইফুল ইসলাম ফয়সাল (৩৪) কে গ্রেফতার করে। তিনি নোয়াখালীর চাটখিল থানার পূর্ব নোয়াখলা (দুধ মিয়া হাজী পাটওয়ারী বাড়ি) এলাকার মৃত আব্দুল মোতালেব এর ছেলে।

র‍্যাব জানায়,২০১৩ সালে চাটখিল থানায় দায়েরকৃত অস্ত্র মামলা (মামলা নং-১০,তারিখ-১৫/০৮/২০১৩, জিআর-১৪৭৭/২০১৩) অনুসারে আসামী সাইফুল ইসলাম ফয়সালকে আদালত ১৮৭৮ সালের অস্ত্র আইনের 19A ধারায় ১০ বছর ও 19(f) ধারায় আরও ৭ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকেই তিনি দীর্ঘদিন দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

র‍্যাব-১১ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে শনাক্ত করার পর যৌথ অভিযান চালিয়ে চট্টগ্রামের আসাদগঞ্জ চাঁন মিয়া লেন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার নাম,ঠিকানা ও অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে নিজের পরিচয় নিশ্চিত করেছে।

গ্রেফতারের পর আসামীকে যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে নোয়াখালীর চাটখিল থানায় হস্তান্তর করা হয়েছে।