ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিটের মেন্টরশিপ প্রশিক্ষণ সম্পন্ন
																
								
							
                                - আপডেট: ১২:১৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
 - / ১৮০২১
 
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল অ্যাকশন গ্রুপের বম্ব ডিসপোজাল ইউনিটের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এক মাসব্যাপী মেন্টরশিপ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অ্যান্টি টেরোরিজম অ্যাসিসট্যান্স (এটিএ) প্রোগ্রামের আওতায় এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।
এই প্রশিক্ষণ এটিএ পরিচালিত সবচেয়ে উন্নত প্রশিক্ষণগুলোর মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত হয়। এতে অংশগ্রহণকারীদের শুধু ব্যবহারিক দক্ষতা নয়,বরং তাত্ত্বিক জ্ঞান ও অপারেশনাল অন্তর্দৃষ্টিও উন্নত করা হয়েছে। বোমা নিষ্ক্রিয়করণে আধুনিক কৌশল, ঝুঁকি ব্যবস্থাপনা ও প্রযুক্তি ব্যবহারের বিষয়গুলোও প্রশিক্ষণের অন্তর্ভুক্ত ছিল।
প্রশিক্ষণটি পরিচালনা করেন দুইজন অভিজ্ঞ মার্কিন প্রশিক্ষক, যারা আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তারা বাস্তব অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেন।
প্রশিক্ষণ শেষে আয়োজিত সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো.মাসুদ করিম।
তিনি প্রশিক্ষণের সফল আয়োজনের জন্য মার্কিন দূতাবাস ও এটিএ-কে ধন্যবাদ জানান।
																			
																		




















