১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

টঙ্গীতে আগুন নেভাতে গিয়ে দগ্ধ আরেক ফায়ার ফাইটার নুরুল হুদা মারা গেছেন

  • আপডেট: ০৪:১৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮০২১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকার টঙ্গীতে একটি রাসায়নিকের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের চার কর্মী দগ্ধ হন। তাদের মধ্যে শতভাগ দগ্ধ ফায়ার ফাইটার নুরুল হুদাও মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ নিয়ে টঙ্গীর কেমিক্যাল দুর্ঘটনায় আহত চারজনের মধ্যে দুজন মারা গেলেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ২টা ৪০ মিনিটের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফায়ারফাইটার নুরুল হুদার ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছে। মেয়ে ৫ম শ্রেণিতে পড়াশোনা করেন। ছেলের বয়স ৩ বছর। ফায়ারফাইটার নুরুল হুদার স্ত্রী ৯ মাসের অন্ত:সত্ত্বা।

এর আগে দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদ গতকাল মারা গেছেন।

এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে সন্ধ্যা ৭টার দিকে সেই আগুন নির্বাপণের ঘোষণা দেন। এই অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিস থেকে ৭ ইউনিট আগুন নির্বাপণের সময় সেখানে বিস্ফোরণে দগ্ধ হয় টঙ্গী ফায়ার স্টেশনের পরিদর্শক জান্নাতুল নাইম,ফায়ার সার্ভিসের কর্মী জয় হাসান,নুরুল হুদা ও শামীম আহমেদ। আজ দগ্ধ ফায়ার ফাইটার নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। জান্নাতুল নাঈম বার্ন ইনস্টিটিউটে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন আছেন। পাশাপাশি অপর ফায়ার কর্মী জয় হাসানের দগ্ধ কম থাকায় তাকে বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেয়।

এ ছাড়া একই ঘটনায় পাশে দোকান কর্মচারী আল-আমিন নামে একজন শতভাগ দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। আল-আমিনের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম ইনচার্জ মো. ফারুক।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, কেমিক্যাল গোডাউনে সোডিয়াম জাতীয় দ্রব্য ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গেলে কেমিক্যাল বিস্ফোরণ ঘটে। এতে তারা দগ্ধ হন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

টঙ্গীতে আগুন নেভাতে গিয়ে দগ্ধ আরেক ফায়ার ফাইটার নুরুল হুদা মারা গেছেন

আপডেট: ০৪:১৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকার টঙ্গীতে একটি রাসায়নিকের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের চার কর্মী দগ্ধ হন। তাদের মধ্যে শতভাগ দগ্ধ ফায়ার ফাইটার নুরুল হুদাও মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ নিয়ে টঙ্গীর কেমিক্যাল দুর্ঘটনায় আহত চারজনের মধ্যে দুজন মারা গেলেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ২টা ৪০ মিনিটের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফায়ারফাইটার নুরুল হুদার ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছে। মেয়ে ৫ম শ্রেণিতে পড়াশোনা করেন। ছেলের বয়স ৩ বছর। ফায়ারফাইটার নুরুল হুদার স্ত্রী ৯ মাসের অন্ত:সত্ত্বা।

এর আগে দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদ গতকাল মারা গেছেন।

এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে সন্ধ্যা ৭টার দিকে সেই আগুন নির্বাপণের ঘোষণা দেন। এই অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিস থেকে ৭ ইউনিট আগুন নির্বাপণের সময় সেখানে বিস্ফোরণে দগ্ধ হয় টঙ্গী ফায়ার স্টেশনের পরিদর্শক জান্নাতুল নাইম,ফায়ার সার্ভিসের কর্মী জয় হাসান,নুরুল হুদা ও শামীম আহমেদ। আজ দগ্ধ ফায়ার ফাইটার নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। জান্নাতুল নাঈম বার্ন ইনস্টিটিউটে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন আছেন। পাশাপাশি অপর ফায়ার কর্মী জয় হাসানের দগ্ধ কম থাকায় তাকে বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেয়।

এ ছাড়া একই ঘটনায় পাশে দোকান কর্মচারী আল-আমিন নামে একজন শতভাগ দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। আল-আমিনের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম ইনচার্জ মো. ফারুক।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, কেমিক্যাল গোডাউনে সোডিয়াম জাতীয় দ্রব্য ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গেলে কেমিক্যাল বিস্ফোরণ ঘটে। এতে তারা দগ্ধ হন।