পুলিশের পদোন্নতি পরীক্ষা-২০২৫: এসপি ফরহাদ হোসেনের তদারকিতে পার্বত্য অঞ্চলের সদস্যরা অংশ নিলেন এমসিকিউতে
- আপডেট: ০৭:২৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮০১৮
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ এর বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য অঞ্চলের বিভিন্ন ইউনিটের সদস্যরা শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) পরীক্ষায় অংশ নেন।
সকাল ১০টায় রাঙামাটি পার্বত্য জেলার রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে উন্নীত হওয়ার জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে বিকেল ৩টায় কনস্টেবল/নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) পদে উন্নীত হওয়ার জন্য খাগড়াছড়ি,রাঙামাটি,বান্দরবানসহ এএসটিসি খাগড়াছড়ি,পিএসটিএস,ডিআইজি এপিবিএন (পার্বত্য জেলাসমূহ),১৮ এপিবিএন রাঙামাটি,৬ এপিবিএন মহালছড়ি, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার মহালছড়ি ও বান্দরবানে কর্মরত পুলিশ সদস্যরা পরীক্ষায় অংশ নেন।
উক্ত পরীক্ষার সার্বিক তদারকি ও কেন্দ্র পরিদর্শন করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার এবং পরীক্ষা বোর্ডের সভাপতি ড.এস এম ফরহাদ হোসেন।
এসময় চট্টগ্রাম রেঞ্জ থেকে আগত পরীক্ষা পর্যবেক্ষক প্রতিনিধি অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ জাবেদুর রহমান এবং পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আগত পরীক্ষা পর্যবেক্ষক প্রতিনিধি এআইজি (হেলথ,ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন) এ.এন.এম মারূফ আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষার কার্যক্রম পরিদর্শন করেন।




















