বিএনপি বিশ্বাস করে সংবিধান জনগণের—কোনো দলের নয়: মাহবুবুর রহমান
- আপডেট: ০৬:০৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
- / ১৮০১২
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার নিজেদের ক্ষমতা চিরস্থায়ী করার লক্ষ্যে সংবিধানে একের পর এক বিতর্কিত সংশোধনী এনেছে বলে অভিযোগ করেছেন নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা ও কলেজটির ছাত্র সংসদের প্রথম নির্বাচিত ভিপি এবং নওগাঁ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান ডাবলু।
শুক্রবার ব্যক্তিগত ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
পোস্টে মাহবুবর রহমান ডাবলু বলেন,বাংলাদেশের সংবিধান আমাদের জাতির পথনির্দেশক দলিল — যা জনগণের অধিকার, স্বাধীনতা,সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক।
তিনি বলেন,গত ১৭ বছরে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার নিজেদের ক্ষমতা চিরস্থায়ী করার লক্ষ্যে সংবিধানে এনেছে একের পর এক বিতর্কিত সংশোধনী। এই অগণতান্ত্রিক পরিবর্তনগুলো জনগণের সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা, বাক্স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীনতা হরণ করে গণতান্ত্রিক ভারসাম্যকে নষ্ট করেছে।
পোস্টে এই বিএনপি নেতা জানান,বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে—সংবিধান জনগণের,কোনো দলের নয়। এই কারণেই বিএনপি ৩১ দফার প্রথম দফাতেই একটি সংবিধান সংস্কার কমিশন গঠনের অঙ্গীকার করেছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতা মাহবুবুর রহমান ডাবলু নওগাঁ-৫ আসনে মনোনয়নপ্রত্যাশী হিসেবে সক্রিয় রয়েছেন। প্রতিদিন তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচার-প্রচারণার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করছেন প্রতিনিয়ত। তিনি বলেন,“আমি বিশ্বাস করি—জনগণের অধিকার পুনরুদ্ধারের এই লড়াইয়ে নওগাঁবাসী বিএনপির সঙ্গে থাকবে।”




















