নোয়াখালীতে মাদকবিরোধী সেশন অনুষ্ঠিত
- আপডেট: ০৮:৩৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- / ১৮০৩২
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,নোয়াখালী জেলা কার্যালয়ের উদ্যোগে আজ সোমবার(২৭ অক্টোবর) নোয়াখালী জেলা কারাগার ও আনসার ও ভিডিপি কার্যালয়ে পৃথকভাবে মাদকবিরোধী সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।
সকালে নোয়াখালী জেলা কারাগারের কারারক্ষীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সেশনে সভাপতিত্ব করেন জেলা কারাগারের সম্মানিত জেল সুপার আ.বারেক। মাদকের কুফল ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী জেলার উপপরিচালক জনাব সুব্রত সরকার শুভ।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সার্জন মো. হাছান ইফতেখার। আলোচনা সভায় বক্তারা মাদকাসক্তির ভয়াবহ পরিণতি এবং তা প্রতিরোধে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।
পরে বিকেলে নোয়াখালী আনসার ও ভিডিপি কার্যালয়ে ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে আরেকটি মাদকবিরোধী সেশন অনুষ্ঠিত হয়। এ সেশনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপপরিচালক সুব্রত সরকার শুভ।
তিনি বলেন,মাদকমুক্ত সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। ভিডিপি সদস্যরা স্থানীয় পর্যায়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
সেশনে উপস্থিত ভিডিপি সদস্যরা মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।





















