অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা,গ্রেফতার ২
- আপডেট: ০৫:২২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / ১৮০০৯
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
অনলাইনে ইলিশ বিক্রির নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারণা চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
বুধবার(২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে খুলনার সোনাডাঙ্গা থানার আউটার বাইপাস রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,মো.সাইফুল ইসলাম ও মো.রিফায়েত মোল্লা। তারা দু’জনই যশোরের অভয়নগর উপজেলার চন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং-এর পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার এক ভুক্তভোগী ‘চাঁদপুর ইলিশের হাট’ও ‘চাঁদপুর ইলিশের হাট পুরাতন বাজার’ নামের ফেসবুক পেইজে ইলিশ বিক্রির বিজ্ঞাপন দেখে অর্ডার করেন। অর্ডার নিশ্চিত করতে প্রতারকরা ভুক্তভোগীর কাছ থেকে বিকাশের মাধ্যমে ৫৫০ টাকা নেয়। পরে বিভিন্ন অজুহাতে মোট ১৯ হাজার ৩৪৮ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি। অর্থ আত্মসাৎ শেষে প্রতারকরা ভুক্তভোগীকে ফেসবুকে ব্লক করে এবং তাদের দেয়া মোবাইল নম্বর বন্ধ করে দেয়। পরে ভুক্তভোগী বিষয়টি বুঝতে পেরে এটিইউর ওয়েবসাইটের মাধ্যমে অভিযোগ করেন।
পরবর্তীতে এটিইউর একটি চৌকস টিম তদন্ত করে প্রতারক চক্রের অবস্থান শনাক্ত করে এবং অভিযান চালিয়ে দুই সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকালে তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৩টি স্মার্টফোন এবং ২টি সিম কার্ড জব্দ করা হয়।
পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল বলেন, “অনলাইনে প্রতারণার বিরুদ্ধে এটিইউর অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে সচেতন থাকতে এবং সন্দেহজনক অনলাইন পেজ বা লেনদেনের বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হচ্ছে।”




















