খুলনায় আনসার-ভিডিপি মহাপরিচালক: দক্ষতা, শৃঙ্খলা ও আত্মনির্ভরতার বার্তা
- আপডেট: ০৭:৫৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / ১৮০০৭
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, রাষ্ট্রের নিরাপত্তা ও জনসেবার সম্মিলিত প্রয়াসে আনসার-ভিডিপি দেশের জনগণের নিকটতম প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করছে।
বৃহস্পতিবার(৩০ অক্টোবর) তিনি খুলনা রেঞ্জের প্রশাসনিক কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা এবং রূপসা উপজেলার উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণ (৪র্থ ধাপ) কার্যক্রম পরিদর্শনকালে এ কথা বলেন।
মহাপরিচালক এ সময় আনসার সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা,ঐক্য ও আত্মনির্ভরশীলতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন,প্রতিটি উপজেলা,ইউনিয়ন ও গ্রাম পর্যন্ত বিস্তৃত এই বাহিনীর সদস্যরা প্রশিক্ষণ ও সংগঠিত প্রচেষ্টার মাধ্যমে সমাজ পরিবর্তন ও উন্নয়নের ধারায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
তিনি আরও বলেন,দেশের বিপুল সংখ্যক তরুণের আর্থসামাজিক দুর্দশা নিরসনে সম্মিলিত সমৃদ্ধি গঠনের যে ভূমিকা বাহিনীর অন্যতম ম্যান্ডেট, তা বাস্তবায়নে ঐক্য, শৃঙ্খলা ও দায়বদ্ধতার ধারা অব্যাহত রাখা অত্যন্ত জরুরি।
ব্যক্তিগত শৃঙ্খলাকে বাহিনীর মূল শক্তি হিসেবে উল্লেখ করে মহাপরিচালক বলেন,নিজেকে সমাজ পরিবর্তনের প্রভাবক ও বাহিনীর গর্বিত সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে আত্মশৃঙ্খলা ও দায়িত্ববোধের চর্চা অপরিহার্য।
তিনি আরও বলেন,একজন প্রশিক্ষিত সদস্য যাতে তার জীবন ও জীবিকার মধ্যে ভারসাম্য সৃষ্টি করে আত্মনির্ভরশীল হতে পারেন, সে সুযোগ তৈরি করছে বাহিনীর ‘সঞ্জীবন প্রকল্প’। জীবিকাভিত্তিক এই উদ্যোগের মাধ্যমে সদস্যরা যেমন সামাজিক নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখছেন,তেমনি নিজেদের পরিবারের সমৃদ্ধিও নিশ্চিত করতে পারছেন।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে মহাপরিচালক সততা,নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন যে,তৃণমূল আনসার-ভিডিপি সদস্যরা তাঁদের অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে দেশের সামাজিক ও রাষ্ট্রীয় সুরক্ষা কাঠামোকে আরও শক্তিশালী করবেন।
মহাপরিচালকের এই সফরকালে উপস্থিত ছিলেন উপমহাপরিচালক (খুলনা রেঞ্জ) মো.নুরুল হাসান ফরিদী, পরিচালক (৩ আনসার ব্যাটালিয়ন) মোল্যা আবু সাইদসহ বাহিনীর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।




















