রাঙ্গামাটিতে জেলা পুলিশের আয়োজনে সম্প্রীতি মিনি ম্যারাথন ও সম্প্রীতি হ্যান্ডবল অনুষ্ঠিত
- আপডেট: ০১:২৯:০৯ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / ১৮০১০
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
রাঙ্গামাটি জেলা পুলিশের আয়োজনে সম্প্রীতি মিনি ম্যারাথন ও সম্প্রীতি হ্যান্ডবল-২০২৫ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকালে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিনি ম্যারাথনটি সমাপ্ত হয় মারি স্টেডিয়ামে। পরে একই স্থানে অনুষ্ঠিত হয় সম্প্রীতি হ্যান্ডবল প্রতিযোগিতা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (হেডকোয়ার্টার্স) ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার কাজী নুসরাত এদীব লুনা। 
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড.এস.এম.ফরহাদ হোসেন।
প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে “সম্প্রীতি মিনি ম্যারাথন ও সম্প্রীতি হ্যান্ডবল-২০২৫” প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
প্রধান অতিথির বক্তব্যে যুগ্ম কমিশনার ফরিদা ইয়াসমিন বলেন,খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়,এটি পারস্পরিক সহমর্মিতা,সহযোগিতা ও সম্প্রীতির প্রতীক। এমন আয়োজন পুলিশ ও জনগণের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে, যা সমাজে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার ড.এস.এম.ফরহাদ হোসেন বলেন,সম্প্রীতি,সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিবেশ গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। রাঙ্গামাটি জেলা পুলিশ শুধু আইন-শৃঙ্খলা রক্ষাতেই নয়, সামাজিক ঐক্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায়ও কাজ করে যাচ্ছে।
সম্প্রীতি হ্যান্ডবল ম্যাচে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দল ৮-২ গোলে সমন্বিত স্কুল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে অতিথিবৃন্দ মিনি ম্যারাথনে বিজয়ী প্রতিযোগীদের এবং হ্যান্ডবল ম্যাচের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা,বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়াবিদ,সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





















