০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

নোয়াখালীতে ডিএনসি-র‍্যাবের যৌথ অভিযানে ২ রোহিঙ্গা গ্রেফতার,উদ্ধার ২ হাজার ৯০০ পিস ইয়াবা

  • আপডেট: ০২:৩৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / ১৮০০৭

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ( ডিএনসি) ও র‍্যাবের যৌথ অভিযানে ২ হাজার নয়শত পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর ) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত সুধারাম মডেল থানাধীন চট্টগ্রাম-নোয়াখালী সোনাপুর মহাসড়কের হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে মহাসড়কে চলাচলরত চট্টগ্রামগামী‘বাঁধন’নামের (রেজি:ঢাকা মেট্রো-ব-১২-১৪৬৫) একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,মৃত কামাল হোচন,মাতা দিলদার বেগমের ছেলে মো.আনাছ (২১) ও মৃত নুর বশর,মাতা হাসিনা বেগমের ছেলে মো.ইসমাঈল (২৫)। দুইজন কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প বাসিন্দা।

অভিযানকালে তাদের কাছ থেকে ২৯০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধিত ২০২০) এর ৩৬(১) সারণির ক্রমিক নং-১০(খ) এবং ৪১ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভর বলেন,গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নোয়াখালীসহ পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মাদক কারবারির কাছে সরবরাহ করে আসছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নোয়াখালীতে ডিএনসি-র‍্যাবের যৌথ অভিযানে ২ রোহিঙ্গা গ্রেফতার,উদ্ধার ২ হাজার ৯০০ পিস ইয়াবা

আপডেট: ০২:৩৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ( ডিএনসি) ও র‍্যাবের যৌথ অভিযানে ২ হাজার নয়শত পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর ) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত সুধারাম মডেল থানাধীন চট্টগ্রাম-নোয়াখালী সোনাপুর মহাসড়কের হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে মহাসড়কে চলাচলরত চট্টগ্রামগামী‘বাঁধন’নামের (রেজি:ঢাকা মেট্রো-ব-১২-১৪৬৫) একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,মৃত কামাল হোচন,মাতা দিলদার বেগমের ছেলে মো.আনাছ (২১) ও মৃত নুর বশর,মাতা হাসিনা বেগমের ছেলে মো.ইসমাঈল (২৫)। দুইজন কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প বাসিন্দা।

অভিযানকালে তাদের কাছ থেকে ২৯০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধিত ২০২০) এর ৩৬(১) সারণির ক্রমিক নং-১০(খ) এবং ৪১ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভর বলেন,গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নোয়াখালীসহ পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মাদক কারবারির কাছে সরবরাহ করে আসছে।