১১:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে কলেজ ছাত্র খুনের ঘটনায় পলাতক আসামি আকাশ গ্রেফতার

  • আপডেট: ১১:০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

চট্টগ্রামের হালিশহর এলাকায় কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে কলেজ ছাত্র হত্যাকাণ্ডের অন্যতম আসামি মো.আলী হোসেন ওরফে আকাশ গ্রেফতার হয়েছেন। দীর্ঘদিন পলাতক থাকার পর শুক্রবার লক্ষ্মীপুর জেলার রামগতি পৌরসভার চর হাসান হোসাইন এলাকা থেকে করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১ এবং র‍্যাব-৭ এর সদস্যরা তাকে গ্রেফতার করে।

সোমবার (১০ নভেম্বর) রাতে র‍্যাব-১১,সিপিসি-৩,নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব জানায়,২০২৫ সালের ১৬ মে দুপুরে চট্টগ্রামের হালিশহর থানাধীন নয়াবাজার ২০ রোডের পিসি পার্ক এলাকায় কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বের জেরে ওয়াহেদুল হক ছাব্বির (১৮) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষ কিশোররা। নিহত ছাব্বির মুরাদনগর শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের এইচএসসি ভোকেশনাল দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

এ ঘটনায় তার বাবা মো.এছাক বাদী হয়ে হালিশহর থানায় মামলা করেন। মামলার এজাহার অনুযায়ী,কলেজে তুচ্ছ বিষয় নিয়ে বিরোধের জেরে ১৬ মে দুপুরে জুমার নামাজ শেষে ছাব্বিরকে পিসি পার্কের সামনে ডেকে নিয়ে যায় প্রতিপক্ষ কিশোররা। সেখানে আসামিরা ছাব্বিরকে ঘিরে ফেলে এবং ধারালো ছুরি দিয়ে একাধিকবার আঘাত করে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

র‍্যাব জানায়,মামলা রুজুর পর আসামিরা পলাতক ছিল। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি মিনহাজুল ইসলাম শাওনের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আকাশের নাম উঠে আসে। এরপর র‍্যাব-১১ এর গোয়েন্দা দল দীর্ঘদিন নজরদারি চালায় এবং শেষ পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‍্যাব আরও জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকাশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম মহানগর পুলিশের হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

চট্টগ্রামে কলেজ ছাত্র খুনের ঘটনায় পলাতক আসামি আকাশ গ্রেফতার

আপডেট: ১১:০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

চট্টগ্রামের হালিশহর এলাকায় কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে কলেজ ছাত্র হত্যাকাণ্ডের অন্যতম আসামি মো.আলী হোসেন ওরফে আকাশ গ্রেফতার হয়েছেন। দীর্ঘদিন পলাতক থাকার পর শুক্রবার লক্ষ্মীপুর জেলার রামগতি পৌরসভার চর হাসান হোসাইন এলাকা থেকে করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১ এবং র‍্যাব-৭ এর সদস্যরা তাকে গ্রেফতার করে।

সোমবার (১০ নভেম্বর) রাতে র‍্যাব-১১,সিপিসি-৩,নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব জানায়,২০২৫ সালের ১৬ মে দুপুরে চট্টগ্রামের হালিশহর থানাধীন নয়াবাজার ২০ রোডের পিসি পার্ক এলাকায় কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বের জেরে ওয়াহেদুল হক ছাব্বির (১৮) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষ কিশোররা। নিহত ছাব্বির মুরাদনগর শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের এইচএসসি ভোকেশনাল দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

এ ঘটনায় তার বাবা মো.এছাক বাদী হয়ে হালিশহর থানায় মামলা করেন। মামলার এজাহার অনুযায়ী,কলেজে তুচ্ছ বিষয় নিয়ে বিরোধের জেরে ১৬ মে দুপুরে জুমার নামাজ শেষে ছাব্বিরকে পিসি পার্কের সামনে ডেকে নিয়ে যায় প্রতিপক্ষ কিশোররা। সেখানে আসামিরা ছাব্বিরকে ঘিরে ফেলে এবং ধারালো ছুরি দিয়ে একাধিকবার আঘাত করে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

র‍্যাব জানায়,মামলা রুজুর পর আসামিরা পলাতক ছিল। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি মিনহাজুল ইসলাম শাওনের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আকাশের নাম উঠে আসে। এরপর র‍্যাব-১১ এর গোয়েন্দা দল দীর্ঘদিন নজরদারি চালায় এবং শেষ পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‍্যাব আরও জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকাশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম মহানগর পুলিশের হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।