১০:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

দেশের নিরাপত্তা ও উন্নয়নের পরিপূরক শক্তি বাংলাদেশ আনসার ও ভিডিপি:মহাপরিচালক

  • আপডেট: ০৯:৩৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, দেশের নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে আনসার ও ভিডিপি এখন একটি পরিপূরক শক্তি হিসেবে কাজ করছে।

বুধবার (১২ নভেম্বর)হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আনসার ক্যাম্পে আয়োজিত এক দরবার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঢাকা মহানগর আনসারের চারটি অঞ্চলের আওতাধীন প্রায় ২ হাজার ৪০০ জন পিসি,এপিসি,অঙ্গীভূত ও সাধারণ পুরুষ ও মহিলা আনসার সদস্যের অংশগ্রহণে এ দরবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাহিনীর সদস্যদের দায়িত্ববোধ,পেশাগত শৃঙ্খলা, সমস্যা ও কল্যাণমূলক অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

মহাপরিচালক বলেন,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে সবচেয়ে বৃহৎ ও জনসম্পৃক্ত প্রতিষ্ঠান। এই ঐতিহ্যবাহী বাহিনীর সদস্য হিসেবে ন্যায়, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনই একজন আনসার সদস্যের সর্বোচ্চ গৌরব।

তিনি আরও বলেন,আনসার ব্যাটালিয়ন, অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার ও ভিডিপি/টিডিপি সদস্যরা রাষ্ট্রের নিরাপত্তা, উন্নয়ন ও জনকল্যাণে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে।

আনসার মহাপরিচালক জানান,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহে আনসার সদস্য নিয়োগের ক্ষেত্রে বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। নিয়োগপ্রাপ্ত প্রতিষ্ঠানের বৈধতা যাচাইয়ের পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত সদস্যদের শতভাগ দায়িত্ব পালনে প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।

তিনি বলেন,প্রশাসনিক সংস্কার,স্বচ্ছতা ও অনুকূল কর্মপরিবেশ গড়ে তুলতে বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। দুর্নীতি ও শৃঙ্খলাভঙ্গের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’নীতি কার্যকর করা হয়েছে। পাশাপাশি সদস্যদের জীবনমান উন্নয়নে ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বাহিনীর সদস্যদের কল্যাণে ইতোমধ্যে আনসার-ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্ট এর আওতায় মহানগর এলাকায় বাস সার্ভিস চালু,নিজস্ব রেশন স্টোর নির্মাণ,রেশন পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন এবং প্যাকেটজাত রেশন বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

এছাড়াও সদস্যদের জন্য ‘সুখী স্বাস্থ্যসেবা’অ্যাপ,ল্যাবএইড ও গ্রামীণ কল্যাণ এর সঙ্গে স্বাস্থ্যচুক্তি, অবসরকালীন পেনশন স্কিম, এবং ‘সঞ্জীবন’ ও ‘প্রান্তিক শক্তি’প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সদস্য কল্যাণে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

বক্তৃতার শেষে মহাপরিচালক উপস্থিত সদস্যদের নৈতিকতা, শৃঙ্খলা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং রাষ্ট্রের নিরাপত্তা ও জনকল্যাণে বাহিনীর গৌরবময় ভূমিকা আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

দরবার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপমহাপরিচালক (অপারেশন্স) মো.সাইফুল্লাহ রাসেল,পরিচালক (ঢাকা মহানগর আনসার) মো.আসাদুজ্জামান গনী,ঢাকাস্থ জোন কমান্ডারবৃন্দসহ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রশিক্ষকগণ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

দেশের নিরাপত্তা ও উন্নয়নের পরিপূরক শক্তি বাংলাদেশ আনসার ও ভিডিপি:মহাপরিচালক

আপডেট: ০৯:৩৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, দেশের নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে আনসার ও ভিডিপি এখন একটি পরিপূরক শক্তি হিসেবে কাজ করছে।

বুধবার (১২ নভেম্বর)হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আনসার ক্যাম্পে আয়োজিত এক দরবার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঢাকা মহানগর আনসারের চারটি অঞ্চলের আওতাধীন প্রায় ২ হাজার ৪০০ জন পিসি,এপিসি,অঙ্গীভূত ও সাধারণ পুরুষ ও মহিলা আনসার সদস্যের অংশগ্রহণে এ দরবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাহিনীর সদস্যদের দায়িত্ববোধ,পেশাগত শৃঙ্খলা, সমস্যা ও কল্যাণমূলক অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

মহাপরিচালক বলেন,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে সবচেয়ে বৃহৎ ও জনসম্পৃক্ত প্রতিষ্ঠান। এই ঐতিহ্যবাহী বাহিনীর সদস্য হিসেবে ন্যায়, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনই একজন আনসার সদস্যের সর্বোচ্চ গৌরব।

তিনি আরও বলেন,আনসার ব্যাটালিয়ন, অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার ও ভিডিপি/টিডিপি সদস্যরা রাষ্ট্রের নিরাপত্তা, উন্নয়ন ও জনকল্যাণে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে।

আনসার মহাপরিচালক জানান,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহে আনসার সদস্য নিয়োগের ক্ষেত্রে বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। নিয়োগপ্রাপ্ত প্রতিষ্ঠানের বৈধতা যাচাইয়ের পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত সদস্যদের শতভাগ দায়িত্ব পালনে প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।

তিনি বলেন,প্রশাসনিক সংস্কার,স্বচ্ছতা ও অনুকূল কর্মপরিবেশ গড়ে তুলতে বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। দুর্নীতি ও শৃঙ্খলাভঙ্গের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’নীতি কার্যকর করা হয়েছে। পাশাপাশি সদস্যদের জীবনমান উন্নয়নে ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বাহিনীর সদস্যদের কল্যাণে ইতোমধ্যে আনসার-ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্ট এর আওতায় মহানগর এলাকায় বাস সার্ভিস চালু,নিজস্ব রেশন স্টোর নির্মাণ,রেশন পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন এবং প্যাকেটজাত রেশন বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

এছাড়াও সদস্যদের জন্য ‘সুখী স্বাস্থ্যসেবা’অ্যাপ,ল্যাবএইড ও গ্রামীণ কল্যাণ এর সঙ্গে স্বাস্থ্যচুক্তি, অবসরকালীন পেনশন স্কিম, এবং ‘সঞ্জীবন’ ও ‘প্রান্তিক শক্তি’প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সদস্য কল্যাণে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

বক্তৃতার শেষে মহাপরিচালক উপস্থিত সদস্যদের নৈতিকতা, শৃঙ্খলা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং রাষ্ট্রের নিরাপত্তা ও জনকল্যাণে বাহিনীর গৌরবময় ভূমিকা আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

দরবার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপমহাপরিচালক (অপারেশন্স) মো.সাইফুল্লাহ রাসেল,পরিচালক (ঢাকা মহানগর আনসার) মো.আসাদুজ্জামান গনী,ঢাকাস্থ জোন কমান্ডারবৃন্দসহ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রশিক্ষকগণ।