দক্ষিণ পল্লবী এলাকায় স্কুল, কর্পোরেট অফিস অপসারণের দাবিতে মানববন্ধন
- আপডেট: ০৪:০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / ১৮০০৬
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর দক্ষিণ পল্লবীতে পরিবেশ দূষণ,মাদক বিস্তার, কিশোর গ্যাং,অবৈধ স্থাপনা ও যানজটসহ নানা সংকট মোকাবিলায় স্থানীয় অধিবাসীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) জুম্মার নামাজ শেষে মসজিদুল আমান মসজিদসংলগ্ন মেইন রোড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে আয়োজকরা জানান,দক্ষিণ পল্লবীর পরিবেশ ও বসবাসযোগ্যতা মারাত্মক হুমকির মুখে পড়ায় নাগরিক অধিকার সুরক্ষায় এই কর্মসূচি নেওয়া হয়েছে।
মানববন্ধনে যেসব দাবি জানানো হয়েছে:দক্ষিণ পল্লবীতে স্কুল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অনিয়ন্ত্রিত সম্প্রসারণ বন্ধ ও অপসারণ, পুরো দক্ষিণ পল্লবীকে মাদকমুক্ত এলাকা ঘোষণা, রেনেটা ফার্মাসিউটিক্যালসের রাসায়নিক বিক্রিয়ার কারণে পরিবেশের ঝুঁকি বন্ধে উৎপাদন বন্ধের দাবি,এলাকায় অটোরিকশার চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা,কিশোর গ্যাং দমন ও প্রতিরোধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ,ফুটপাথ দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ অভ্যন্তরীণ সড়কে প্রাইভেট পরিবহনের অবৈধ পার্কিং বন্ধ করা।
মানববন্ধনে দক্ষিণ পল্লবী বাড়ি ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির সদস্য সচিব জানিয়েছেন, জনগণের দাবি তুলে ধরতেই এই মানববন্ধন। প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে বলে তারা আশাবাদী।




















