শিরোনাম:
রাজধানীর নিউ ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, আহত পথচারী
- আপডেট: ১২:০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর নিউ ইস্কাটন রোডে ওয়াক্ফ ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আবদুল বাসির (৫০) নামের এক পথচারী আহত হয়েছেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
রবিবার (১৬ নভেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে ঘটনাটি ঘটে। প্রতিদিনের মতো অফিসে যাওয়ার জন্য হেঁটে বাংলামোটরের দিকে যাচ্ছিলেন বাসির। ঠিক সেই মুহূর্তে ওয়াক্ফ ভবনের সামনে হঠাৎ ককটেল বিস্ফোরিত হয়।
বিস্ফোরণে তার হাতে ও পায়ে জখম হয়েছে। আহত অবস্থায় তাকে স্থানীয়রা প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়।
গণমাধ্যমকে তিনি জানান, “ওয়াক্ফ ভবনের সামনে দিয়ে যাওয়া উড়ালসড়কের ওপর থেকে ককটেলটি ছুড়ে মারা হয়েছে বলে আমার ধারণা।”
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের কারণ ও উৎস সম্পর্কে তদন্ত শুরু করেছে।




















