চুরির অপবাদে কিশোরকে পিটিয়ে হত্যা: অভিযুক্ত কাপাসি রাসেল গ্রেফতার
- আপডেট: ১১:১৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- / ১৮০০৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকায় চুরির মিথ্যা অভিযোগে কিশোর বাপ্পিকে পিটিয়ে হত্যার মামলার অন্যতম আসামি রাসেল ওরফে কাপাসী রাসেলকে গ্রেফতার করেছে র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে র্যাব-১০,যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী সুমন গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়,গত ১২ নভেম্বর রাত ২টা ৩০ মিনিটের দিকে রাসেলসহ কয়েকজন বাপ্পির বিরুদ্ধে প্রিপেইড কার্ড ও টাকা চুরির অভিযোগ আনে। পরে কিশোর বাপ্পিকে জোরপূর্বক মীরহাজিরবাগ এলাকার একটি ক্লাবঘরে নিয়ে নির্মমভাবে মারধর করা হয়।
পরদিন সকাল ৬টার দিকে তাকে নিজ বাসায় এনে তল্লাশি চালানো হলেও কিছু না পেয়ে আসামিরা স্টিলের পাইপ ও হাতুড়ি দিয়ে পুনরায় বেপরোয়াভাবে নির্যাতন চালায়। এরপর তাকে নিস্তেজ অবস্থায় একটি বাসায় নিয়ে যায়। বিকাল ৪টা ৩০ মিনিটের দিকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
পরবর্তীতে বাপ্পির মা যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারের জন্য র্যাব-১০ এর কাছে অধিযাচনপত্র পাঠান। এর ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ১৭ নভেম্বর রাত ১১টা ৩৫ মিনিটে যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকায় অভিযান চালিয়ে কাপাসী রাসেলকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রাসেলকে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের ধরতে র্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান অব্যাহত রেখেছে।





















