বেগমগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহনাজ বেগম গ্রেফতার
- আপডেট: ০৬:৩৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / ১৮০০৬
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নোয়াখালীর বেগমগঞ্জ থেকে বহু মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ও ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোছাম্মৎ শাহনাজ বেগম ওরফে শাহানাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব১১, সিপিসি-৩।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের মধুরামপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
এদিন বিকালে র্যাব-১১,সিপিসি-৩,নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুন্ডু গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়,শাহনাজ বেগমের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে। ২০১৭ সালের বেগমগঞ্জ থানার মামলা নং-১২ (জিআর ২২৪৩/১৭)–এ আদালত তাকে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ) ধারায় ১০ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি বিভিন্ন এলাকায় পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ তার অবস্থান শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি ও মাঠ পর্যায়ের অনুসন্ধান জোরদার করে। এক সময় নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার দুপুরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। আটক হওয়ার পর জিজ্ঞাসাবাদে শাহনাজ নিজের পরিচয় ও সাজাপ্রাপ্ত হওয়ার বিষয়টি স্বীকার করেন।
র্যাব জানায়,গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।




















