শিরোনাম:
ঢাকা মহানগর পুলিশের গুরুত্বপূর্ণ ৩ পদে রদবদল
- আপডেট: ০৯:৫২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিনজন যুগ্ম পুলিশ কমিশনারকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির তথ্য জানা যায়।
বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে, ডিএমপির ট্রাফিক (অ্যাডমিন , প্লানিং অ্যান্ড রিসার্চ) মো. আনিসুর রহমানকে যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম প্রিভেনশন), যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মোহাম্মদ এনামুল হককে যুগ্ম পুলিশ কমিশনার (ট্রেনিং) ও ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মো. আসফিকুজ্জামান আকতারকে যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ ও ট্রাফিক অ্যাডমিন , প্লানিং অ্যান্ড রিসার্চ) হিসেবে বদলি করা হয়েছে।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।




















