মোহাম্মদপুরে অস্ত্রসহ ‘রক্তচোষা জনি’ গ্রেফতার
- আপডেট: ০১:২৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুর থেকে দীর্ঘদিন ধরেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসা মনির হোসেন ওরফে ‘রক্তচোষা জনিকে’ দেশি অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-২।
বৃহস্পতিবার(২০ নভেম্বর) রাতে মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম।
তিনি বলেন, “দীর্ঘদিন ধরে জনি ও তার গ্রুপ মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি, মারধর, এলাকাভিত্তিক সন্ত্রাসী কার্যক্রম ও অস্ত্রের মহড়া চালিয়ে আসছিল। জনির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।”
শুক্রবার(২১ নভেম্বর) দুপুরে র্যাব-২ এর বসিলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানিয়েছেন র্যাবের এ কর্মকর্তা।
২০২৩ সালের সেপ্টেম্বরে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও ৩০০ গ্রাম হেরোইনসহ ‘রক্তচোষা জনিকে’ গ্রেফতার করে পুলিশ।
তখন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার আজিমুল হক চাঁদাবাজি, সন্ত্রাসী, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে জনির বিরুদ্ধে ১৪টি মামলার তথ্য দিয়েছিলেন।
ক্ষমতার পালা বদলের পর মোহাম্মদপুর এলাকায় বেশ কয়েকটি খুন-ছিনতাই ও চাঁদাবাজির ঘটনার পর আবারও জনির নাম আসে। দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়িয়ে অনুসারীদের দিয়ে এসব অপকর্ম চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।




















