১০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

বেগমগঞ্জে সিএনজি চালক কাদের হত্যা:ক্লুলেস মামলার পলাতক আসামি রাসেল চট্টগ্রামে গ্রেফতার

  • আপডেট: ১১:৫৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / ১৮০৩০

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজি চালক আব্দুল কাদের হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো.রাসেলকে চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ ও র‌্যাব-৭-এর যৌথ আভিযানিক দল।

রবিবার (২৩ নভেম্বর) রাতে র‍্যাব-১১,নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু গ্রেফতারের তথ্য জানান।

র‌্যাব জানায়,২৩ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার বেপারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে রাসেলকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার অনুযায়ী,নিহত আব্দুল কাদের (৩৫) পেশায় একজন সিএনজি চালক। ৭ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে তিনি বেগমগঞ্জের শরীফপুর এলাকার মনু মিয়ার চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এসময় অজ্ঞাতনামা ১৫–২০ জন সন্ত্রাসী পরিকল্পিতভাবে তাকে দোকান থেকে টেনে হেঁচড়ে বের করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে তার মৃতদেহ দোকানের পাশে একটি ডোবাতে ফেলে পালিয়ে যায় হামলাকারীরা।

ঘটনার পর ভিকটিমের ভাই মো.হারুন রশিদ বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার অজ্ঞাত আসামিরা ঘটনার পর থেকে পলাতক ছিল। ক্লুলেস এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে র‌্যাব-১১ এর আভিযানিক দল গোয়েন্দা কার্যক্রম জোরদার করে।

গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ (সিপিসি-৩,নোয়াখালী) এবং র‌্যাব-৭ (সিপিএসসি, পতেঙ্গা, চট্টগ্রাম) যৌথ অভিযান পরিচালনা করে রাসেলকে গ্রেফতার করতে সক্ষম হয়।

জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে বলে র‌্যাব জানিয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

বেগমগঞ্জে সিএনজি চালক কাদের হত্যা:ক্লুলেস মামলার পলাতক আসামি রাসেল চট্টগ্রামে গ্রেফতার

আপডেট: ১১:৫৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজি চালক আব্দুল কাদের হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো.রাসেলকে চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ ও র‌্যাব-৭-এর যৌথ আভিযানিক দল।

রবিবার (২৩ নভেম্বর) রাতে র‍্যাব-১১,নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু গ্রেফতারের তথ্য জানান।

র‌্যাব জানায়,২৩ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার বেপারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে রাসেলকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার অনুযায়ী,নিহত আব্দুল কাদের (৩৫) পেশায় একজন সিএনজি চালক। ৭ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে তিনি বেগমগঞ্জের শরীফপুর এলাকার মনু মিয়ার চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এসময় অজ্ঞাতনামা ১৫–২০ জন সন্ত্রাসী পরিকল্পিতভাবে তাকে দোকান থেকে টেনে হেঁচড়ে বের করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে তার মৃতদেহ দোকানের পাশে একটি ডোবাতে ফেলে পালিয়ে যায় হামলাকারীরা।

ঘটনার পর ভিকটিমের ভাই মো.হারুন রশিদ বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার অজ্ঞাত আসামিরা ঘটনার পর থেকে পলাতক ছিল। ক্লুলেস এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে র‌্যাব-১১ এর আভিযানিক দল গোয়েন্দা কার্যক্রম জোরদার করে।

গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ (সিপিসি-৩,নোয়াখালী) এবং র‌্যাব-৭ (সিপিএসসি, পতেঙ্গা, চট্টগ্রাম) যৌথ অভিযান পরিচালনা করে রাসেলকে গ্রেফতার করতে সক্ষম হয়।

জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে বলে র‌্যাব জানিয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে।